Web bengali.cri.cn   
উচ্চ ও নতুন প্রযুক্তি মেলা
  2012-12-17 09:27:13  cri

চতুর্দশ আন্তর্জাতিক নতুন উচ্চপ্রযুক্তি মেলা সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় সেন চেন শহরে শুরু হয়েছে। এবারের মেলায় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নতুন পণ্য, যেমন আধুনিক বৈদ্যুতিক গৃহস্থালি সামগ্রী, পুষ্টিকর খাদ্য ও পানি বিশুদ্ধকরণযন্ত্রসহ নানা রকম নতুন নিত্যব্যবহার্য দ্রব্য প্রদর্শন করা হচ্ছে।

পণ্যদ্রব্যের ইন্টারনেটই 'The Internet of Things' এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ।

পণ্যদ্রব্যের ইন্টারনেট বলতে ইন্টারনেটের ভিত্তিতে নেটওয়ার্কের বিস্তৃতিকে বোঝায়। এর মাধ্যমে বিভিন্ন পণ্যের মধ্যে তথ্য বিনিময় করা যাবে এবং যোগাযোগ স্থাপন করা যাবে।যেমন, মোবাইল ফোনের মাধ্যমে বৈদ্যুতিক গৃহস্থালী সামগ্রী নিয়ন্ত্রণ করা যাবে। সেন চেনের ব্যবসায়ী সু হং চাও এ প্রসংগে সংবাদদাতাকে বলেন:。

 

"মোবাইল ফোন ব্যবহার করে পণ্যদ্রব্যের ইন্টারনেটের মাধ্যমে বাড়ির জানালার পর্দা, বাতি, এয়ারকন্ডিশনার এবং টেলিভিশন সেট নিয়ন্ত্রণ করা যাবে। বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটলে, যেমন, গ্যাস নিঃসৃত হলে অথবা কোনো ঘর থেকে ধোঁয়া উঠলে এ ব্যবস্থার মাধ্যমে আপনার মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে জরুরি খবর পাঠানো হবে অথবা আপনার মোবাইল ফোনে বিপদসংকেত বেজে উঠবে।"

জানা গেছে, এ ইলেকট্রোনিক যন্ত্র ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে। চীনের অনেক আবাসিক একালায় এ ইলেকট্রোনিক ডিভাইস ব্যবহৃত হচ্ছে এবং আশাতীত ফলাফল অর্জিত হয়েছে।

সু হুং চাও আরো বলেন:

 

"পরিবারের জন্য আমরা যে প্যাকেজ সার্ভিস চালু করেছি, বাজারে তাতে অনুকূল সাড়া পাওয়া গেছে। এটা উচ্চপ্রযুক্তির পরিচায়ক। তবে তা নিয়ন্ত্রণ করা শিশু ও প্রবীণদের পক্ষে একটু কঠিন।"

সান সি প্রদেশ থেকে আসা মিং লি মনে করেন, পণ্যদ্রব্যের ইন্টারনেটের মাধ্যমে বৈদ্যুতিক গৃহস্থালী সামগ্রী নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মানুষের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা হবে। বস্তুত এটা বর্তমান যুগের একটা প্রবণতা । তিনি বলেন:

 

"আমি এ ব্যাপারে খুব আগ্রহী। বোধশক্তিসম্পন্ন বৈদ্যুতিক সামগ্রীর সাহায্যে জীবন যাপন করা একটি নতুন ব্যাপার। এটা ইন্টারনেট-যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা সব সময় মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেটের মাধ্যমে বাড়ির সবকিছু নিয়ন্ত্রণ করা বর্তমান যুগের একটি অপরিহার্য প্রবণতা।"

আজকাল চীনের বহু যুবযুবতী রান্না করতে জানে না। তবে বোধশক্তিসম্পন্ন বৈদ্যুতিক সামগ্রীর সাহায্যে রান্না করা আর কঠিন কাজ থাকবে না। আমাদের সংবাদদাতা এবারের মেলায় 'সম্পূর্ণ স্বয়ংক্রিয় নুডলস রান্না করার একটি যন্ত্র' দেখেছেন। যন্ত্রটির ভেতরে ময়দা দিয়ে কয়েকটি বোতাম টিপলে ১৫ মিনিট পর তা থেকে সিদ্ধ করা নুডলস পাওয়া যাবে।

ব্যবসায়ী থান চিয়ান হং সাংবাদিকদের বলেন:

 

"এবারের মেলায় প্রদর্শিত এ যন্ত্র এখনো বাজারে প্রবেশ করেনি। বাজারে তার কতটুকু চাহিদা আছে তা জানার জন্য আমাদের কোম্পানি জরিপ চালাচ্ছে। এখন শহরবাসীরা প্রতিদিন ভীষণ ব্যস্ত। অধিকাংশ যুবকযুবতী নুডলস বেলতে ও রান্না করতে জানে না। জানলেও রান্না করার সময় নেই তাদের ।এ যন্ত্রের ব্যবহার খুবই সহজ।। এবারের মেলায় এটা প্রদর্শনের উদ্দেশ্য হলো দর্শকদের সংগে তার পরিচয় করিয়ে দেওয়া।"

হে নান প্রদেশ থেকে আসা মাডাম সুন এ যন্ত্র পছন্দ করেন। তিনি বলেন:

 

"আমি মনে করি, এ বোধশক্তিসম্পন্ন যন্ত্র একটি আধুনিক ব্যবহার্য সামগ্রী । রান্নাঘরের একটি বৈদ্যুতিক সামগ্রী হিসেবে এটা কোম্পানির যুব কর্মচারীদের পক্ষে বিশেষ প্রয়োজনীয়।"

সাধারণত আমরা রেফ্রিজারেটরের দরজা খুলে ভেতরের জিনিস দেখতে পাই। কিন্তু আগামি বছর যে নতুন এক ধরনের রেফ্রিজারেটর বাজারে প্রবেশ করবে তার স্বচ্ছ পর্দা স্পর্শ করলেই ভিতরে রাখা খাদ্যদ্রব্য সবই চোখে পড়বে। বাইরে থেকে এ রেফ্রিজারেটর বিভিন্ন অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে এবং ভিতরে খাদ্যদ্রব্য রাখার সময়সীমাও দেখানো হবে।

পরিবারে ব্যবহার্য ডিজিটাল-নেটের জাতীয় পরীক্ষাগারের তৈরি করা যে একটি টেলিভিশন সেট এ মেলায় প্রদর্শিত হচ্ছে চোখ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায়। এই টেলিভিশন সেট প্রবীণ ও চলাচলে অক্ষম মানুষের ব্যবহারের বিশেষ উপযোগী। অন্ধকার ঘরেও এই টেলিভিশন সেট সহজে ব্যবহার করা যায়।

মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মনে করেন, এসব নতুন প্রযুক্তি ও দ্রব্য প্রদর্শনের মাধ্যমে চীনের উচ্চপ্রযুক্তি গবেষণাগার থেকে বেরিয়ে বাজার ও সাধারণ মানুষের ঘরে প্রবেশ করতে পারবে। দর্শকরা এ বোধশক্তিসম্পন্ন সামগ্রীগুলো দেখে মনে মনে ভবিষ্যতে আরো সুবিধাজনক ও আরামদায়ক জীবন যাপনের আশা করতে পারেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা 'উচ্চ ও নতুন প্রযুক্তি মেলা' শীর্ষক প্রতিবেদনটি শুনলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে, তবে আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাবেন আশা করি। আমাদের ইমেলের ঠিকানা: ben@cri.com.cn বা liwanlu@cri.com.cn। আপনাদের চিঠি ও ইমেল বাছাই করে তার মধ্যে সেরা চিঠি লেখককে ছোট উপহার পাঠিয়ে দেব আমরা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক