Web bengali.cri.cn   
কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন শুরু হচ্ছে রোববার
  2012-12-15 19:07:20  cri
ডিসেম্বর ১৫: সপ্তম কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন রোববার পেইচিংয়ে শুরু হবে। এক শ' আটটি দেশ ও অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালকসহ দুই সহস্রাধিক প্রতিনিধি তিন-দিনের এ সম্মেলনে অংশ নেবেন। চীন সরকারের নেতারা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান চীন আন্তর্জাতিক বেতারের চীনা ও ইংরেজি ভাষা বিভাগে সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। (ওয়াং তান হোং/এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক