Web bengali.cri.cn   
চীনের রক কাহিনী: তাং রাজবংশ
  2012-12-14 15:42:10  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার 'পেন ড্রাইভ'। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।

এখন শুরু করছি আজকের 'সুরের ধারায়'। আজ আমরা চীনের রক সংগীত নিয়ে আরও আলোচনা করবো। আগের অনুষ্ঠানে আমি বলেছি যে, চীনের সংগীতের ইতিহাসে অনেক রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছে। তবে এসব রক ব্যান্ড অনেকসময় জনগণের নজরের বাইরেই রয়ে যায়। কারণ, চীনে রক সঙ্গীত তেমন একটা জনপ্রিয় নয়। যাই হোক, চীনের রক ব্যান্ডগুলোর একটি হচ্ছে 'তাং রাজবংশ'।

'তাং রাজবংশ' হলো চীনের ইতিহাসের প্রথম 'হেভি মেটাল' রক ব্যান্ড। এটি চীনের রক সংগীতের একটি মাইলফলকও বটে। ১৯৮৮ সালে তিং উ, জাং জু ও গুও ই গুয়াং--এ তিনজন যুবক 'তাং রাজবংশ' গঠন করেন। প্রিয়া শ্রোতা, প্রথমে আমরা তাং রাজবংশ ব্যান্ডের দুটি বিখ্যাত গান শুনবো; পরে আমি আপনাদের 'তাং রাজবংশ ব্যান্ড'-এর গল্প বলবো। আপনারা 'The Communist International Song' শুনেছেন কি? 'তাং রাজবংশ ব্যান্ড; রক রীতি অনুসারে গানটি আবার সৃষ্টি করেছে। চলুন নতুন ঢং-য়ের সেই গানটি শোনা যাক। এর পরপরই আমরা শুনবো 'স্বপ্নে তাং রাজবংশে ফিরেছি' শীর্ষ আরেকটি গান।

ব্যান্ড প্রতিষ্ঠার পর কিছু কারণে 'তাং রাজবংশ ব্যান্ড'-এর মধ্যে বেশ ভাঙা-গড়া চলেছে। গুও ই গুয়াং যুক্তরাষ্ট্রে গেছেন, জাং জু মারা গেছেন। ফলে পরবর্তীকালে নতুন কয়েকজন সদস্য ব্যান্ডে যোগ দিয়েছেন। বর্তমানে 'তাং রাজবংশ ব্যান্ড'-এর সদস্যসংখ্যা ৫। ২০ বছরে এ-ব্যান্ড মাত্র ৪টি অ্যালবাম প্রকাশ করেছে। অবশ্য ব্যান্ডটি অনেক আন্তর্জাতিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছে এবং নিজেরা অনেক সংগীতানুষ্ঠান আয়োজন করেছে। এখন শুনুন এ-ব্যান্ডের আরও দুটি গান: 'ফেংছানজি' এবং 'চাঁদের মাধ্যমে প্রণয় পাঠাই'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আমি জানি, আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আচ্ছা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনারা তাং রাজবংশের আরও দুটি গান শুনবেন। গান দুটোর শিরোনাম হলো 'সূর্য' এবং 'চাঁদের স্বপ্ন'।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক