Web bengali.cri.cn   
চীনের ৭১ শতাংশ বাজার দখল করেছে 'আইপ্যাড'
  2012-12-06 19:21:16  cri
চীনের ট্যাবলেট পিসি'র বাজারে 'আইপ্যাড' ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। অ্যাপলইনসাইডার সুত্রে জানা গেছে, 'আইপ্যাড' চীনের ট্যাবলেট পিসির বাজারের ৭১ শতাংশ দখল করে আছে।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে চীনের ট্যাবলেট পিসি'র বিক্রির পরিমাণ ছিল ২৬ লাখ। গত বছরের একই সময় এ-সংখ্যা ছিলো ১৬ লাখ।

জানা গেছে, বিক্রিকৃত ট্যাবলেট পিসির মধ্যে ৭১.৪ শতাংশই আইপ্যাড। এখাতে লেনোভোর অংশ হচ্ছে ১০.৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে আরেকটি সৃজনশীল ব্র্যান্ড-ইরেইবেন। মোবাইল সরঞ্জামের খাতে অ্যাপেলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং-এর বিক্রির হার ছিল ৩.৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, চীনের ট্যাবলেট পিসি খাতে অ্যাপেলের প্রবৃদ্ধির হার বিশ্ব বাজারের তুলনায় অনেক দ্রুত। গত সেপ্টেম্বর পর্যন্ত সারা বিশ্বে অ্যাপেলের আইপ্যাডের বিক্রির পরিমাণ ছিল ১৪০ লাখ। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি।

অন্য এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের ট্যাবলেট পিসি খাতে অ্যাপেলের আইপ্যাড বিক্রির পরিমাণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। চলতি প্রান্তিকে 'আইপ্যাড চার' ও 'আইপ্যাড মিনি' পরপরই বাজারে আসে। অ্যাপেলের ট্যাবলেট পিসির মোট বিক্রির পরিমাণ ধারণার চেয়ে বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের এই শ্রোতা বাংলাদেশের চুয়াডাঙ্গার ইয়ং রেডিও লিসেনার্স ক্লাসের সভাপতি নাঈমুর রহমান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, হালশৈলীতে লেনোভোর ট্যাবলেট পিসিসংক্রান্ত প্রতিবেদনটি ভালো লেগেছে; তবে এর সাথে ট্যাবলেট পিসির মূল্য বলে দিলে ভাল হত। বন্ধু নাঈমুর রহমান, আপনার এ-অনুপ্রেরণামূলক চিঠির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ ভাই, আমরা আপনার এবং আমাদের অসংখ্য শ্রোতাবন্ধুদের কাছ থেকে এ-অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য সুচিন্তিত মতামত আশা করছি।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক