Web bengali.cri.cn   
জয়া ও ইন্দ্রনীলের 'চোরাবালি' এ মাসে
  2012-12-04 15:20:38  cri

এ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত প্রথম চলচ্চিত্র 'চোরাবালি'। ছবি মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রেদওয়ান রনি।

বিনা কর্তনে চোরাবালি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেও বলে জানান রনি। তিনি বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার মধ্য দিয়ে চোরাবালি ছবিটির ডিসেম্বরে মুক্তির ব্যাপারে আর কোনো ধরনের বাধা থাকল না।

চোরাবালি রেদওয়ান রনি নির্মিত প্রথম চলচ্চিত্র। সেন্সর ছাড়পত্র প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, "চোরাবালি আমার প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র আমার কাছে প্রথম সন্তানের মতো। সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হওয়াতে আনন্দের মাত্রাটা অনেক বেশি। নতুন দিনের নতুন ধারায় চলচ্চিত্র চোরাবালিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়ে অনুপ্রাণিত করার জন্য সেন্সর বোর্ডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা।"

চোরাবালি ছবিটি নির্মিত হয়েছে স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনসের ব্যানারে। স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্টের কর্ণধার সালেহীন স্বপন বলেন, "চোরাবালি চলচ্চিত্রের পুরো ইউনিটের দীর্ঘ দুই বছরের পরিশ্রম আজ সফলতার মুখ দেখছে। খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন। আশা করছি কেউ নিরাশ হবেন না।"

চোরাবালি মুক্তির ব্যাপারে পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, ডিসেম্বরে সুবিধাজনক একটি সময়ে চোরাবালি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সেভাবেই প্রস্তুতিও চলছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সেন্সর বোর্ডে চোরাবালি ছবিটি প্রদর্শিত হয়। এরপর সেন্সর বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে ২৭ নভেম্বর চোরাবালি চলচ্চিত্রটিকে বিনা কর্তনে ছাড়পত্রের অনুমতি দেওয়া হয়।

জয়া আহসান এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও চোরাবালি চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সালেহীন স্বপন, হিল্লোল, পিয়া এবং এটিএম শামসুজ্জামান, সোহেল রানা প্রমুখ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক