Web bengali.cri.cn   
Life of Pi
  2012-11-30 14:45:34  cri

সম্প্রতি একটি চলচ্চিত্র সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি হচ্ছে বিশ্ববিখ্যাত পরিচালক লি আন-এর 'Life of Pi'। এ চলচ্চিত্রের প্রধান চরিত্র হচ্ছে একজন তরুণ। তার নাম Pi। তিনি তাঁর মা-বাবাকে ছেড়ে ভারত থেকে ইউরোপে যেতে চান। তবে নৌযান দুর্ঘটনায় পড়ে Pi-কে ২২৭ দিন সাগরে কাটাতে হয়। তার সঙ্গে নৌযানে ছিল একটা রয়েল বেঙ্গল টাইগার। এ ২২৭ দিন Pi-এর জন্য ছিল সত্যিই এক দুঃসাহসী অভিজ্ঞতা। যদি এ বাঘ আর Pi এক উন্মুক্ত জায়গায় থাকতো, তাহলে হয়ত কিছু দিনের মধ্যেই Pi নিহত হতেন। আসলে বিশাল সাগরে মানুষের মন এত নাজুক হয়ে পড়ে যে ,যদি একা সাগরে ভেসে যায়, কোনো সঙ্গী না থাকে, তাহলে জীবনের কোনো আশা থাকে না। এ ২২৭ দিন বাঘটি ছাড়া যেমন Pi বাঁচতো না, একইভাবে Pi-কে ছাড়াও বাঘটি বাচঁতো না।

আমি মনে করি, এ থ্রিডি চলচ্চিত্র আগের থ্রিডি চলচ্চিত্র থেকে একেবারে আলাদা। 'Life of Pi'-এ থ্রিডি শুধু একটি চলচ্চিত্র ধারণের কৌশলই নয়। লি আন এত বিচক্ষণ যে আমরা থ্রিডি 'Life of Pi'তে হারিয়ে যাই। খুবই সুন্দর এটি।

সাতাশ নভেম্বর নাগাদ 'Life of Pi' বিষয়ে নেট-নাগরিকদের মন্তব্য দু' মিলিয়ন ছাড়িয়ে গেছে।

নেট নাগরিক থান সি ইয়ু বলেন, 'Life of Pi' হচ্ছে বিগত তিন বছরের সেরা চলচ্চিত্র। লি আন অনেক ভাল চলচ্চিত্র তৈরি করেন। Brokeback Mountain চলচ্চিত্রে আমরা লি আনের সুক্ষ্মতা ও পরিশোধন দেখি। Crouching Tiger, Hidden Dragon-এ আমরা অনুভব করি যে, লি আন এ বিশ্বে বাস করেন না, তাঁর মনে আরেকটি সম্পূর্ণ পৃথিবী আছে। এখন আমরা তাঁর কাছ থেকে পেলাম 'Life of Pi' । তিনি দেবতার মতো। আমি মনে করি, লি আনের চলচ্চিত্রের ব্যাপারের মন্তব্য করার ক্ষমতা আমার নেই। সেজন্য আমি শুধু এ চলচ্চিত্র দেখার জন্য বন্ধুদেরকে সুপারিশ করতে চাই। আসলে লি আনের মনোজগত এত বিশাল যে, আমরা মন্তব্য করবো না। আমরা শুধু তাকে অনুভব ও সম্মান করি।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক