Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৮ নভেম্বর
  2012-11-23 15:38:33  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

আ: আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। তিনি লিখেছেন, ....

মু: ভাই আশরাফুল, আপনি অনেক মূল্যবান মতামত দিয়েছেন। আমরা ভবিষ্যতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের আগে অবশ্যই শ্রোতাদের ঘোষণার মাধ্যমে জানিয়ে দেব। নিয়মিত এবং মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আ: কুমিল্লা জেলার মাহফুজ উদ্দিন আহমেদ তার চিঠিতে আমাদের ম্যাগাজিন 'পূবের জানালা' সর্ম্পকে তার মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, ...

মু: বন্ধু মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আপনি ম্যাগাজিনের প্রতিটি প্রবন্ধ সম্পর্কে আপনার মতামত দিয়েছেন। সময়স্বল্পতার কারণে, এখানে সব মতামত পড়ে শোনানোর সুযোগ নেই। তবে আমরা কিন্তু মন দিয়ে আপনার চিঠি পড়েছি। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: এখন আমার হাতে আছে একটি ই-মেইল। পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম এ হান্নান এটি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, মঙ্গলবার 'খোলামেলা' অনুষ্ঠানে চীনে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত ও তার স্ত্রীর সাক্ষাত্কার তার মতো অনেক শ্রোতার ভালো লেগেছে। তিনি এ-সাক্ষাত্কার নেয়ার জন্য সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইয়ুকে ধন্যবাদ জানিয়েছেন। হান্নান সাহেব, বাংলাদেশের রাষ্ট্রদূতকেও তার খোলামেলা বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মু: বন্ধু হান্নান, আপনার মতামত আমরা মাদাম ইয়ুকে জানিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি গঠনমূলক মতামত পাবো। আপনাকে অনেক ধন্যবাদ।

আ: নাটোর জেলার আতিয়া সুলতানা রীমা তাঁর ইমেলে লিখেছেন, শুভেচ্ছা নিবেন। আমার চিঠির উত্তর শুনে খুশি লাগল। আমি আমার ক্লাসমেট ও আমার এলাকার বেশ কয়েকজনকে নিয়ে সিআরআই বাংলা অনুষ্ঠান শুনি ও মতামত পাঠাই এবং প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আপনারা কি নতুন বা নারীশ্রোতাকে পুরস্কার দেন না?

বন্ধু আতিয়া সুলতানা রিমা তার ই-মেইলে প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কথা লিখেছেন। লিখেছেন, কীভাবে একশ্রেণীর মানুষ নামের পশু নারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ইন্টারনেটে তাদের আপত্তিকর ছবি প্রচার করে সমাজে তাদের হেয় করছে। তিনি ধর্মীয় মূল্যবোধ দ্বারা সবাইকে উদ্বুদ্ধ হবার আহ্বান জানিয়েছেন; ধর্মীয় বিধি-বিধান মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মু: বন্ধু আতিয়া সুলতানা রীমা, আমরা পুরস্কার দেয়ার ব্যাপারে নারী-পুরুষ কোনো ভেদাভেদ করি না। প্রতিযোগিতায় যারা বিজয়ী হন, তারাই পুরস্কার পান। ইতোমশ্যে অনেক নারী শ্রোতাও পুরস্কার পেয়েছেন। আশা করি আপনিও ভবিষ্যেত পুরস্কার পাবেন। আপনার ভাবানুভূতির সাথে আমরা সহমত প্রকাশ করছি। আমরাও চাই সবার মনে শুভবুদ্ধি জাগ্রত হোক; অন্যায়, অসুন্দর আর মিথ্যার ওপর জয়ী হোক ন্যায়, সুন্দর এবং সত্য। আপনাকে অনেক ধন্যবাদ।

আ: পাবনা জেলার সি আর আই ফ্যান ক্লাবের এস, এম, আবদুল্লাহ রানা, তাঁর ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু, কেমন আছেন? আমাদের শুভেচ্ছা নিন। ভালবাসা নিন। নিয়মিতই লিখছি, কিন্তু বেশ কিছুদিন যাবত্‍ আমাদের লেখা অনুষ্ঠানে পড়ে শোনানো হচ্ছে না। যা হোক, মুক্তা আপু বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদের যে সাক্ষাত্‍কার নিয়েছেন তা অত্যন্ত চমত্‍কার হয়েছে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 'সাহিত্য প্রতিযোগিতা' এবং চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেস উপলক্ষে আয়োজিত অনলাইন জরিপের ফলাফল কবে ঘোষণা করা হবে জানালে বাধিত হবো। চলতি 'হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ' শীর্ষক প্রতিযোগিতার উত্তরপত্র ই-মেইলে পাঠানো যাবে কি না, জানালে খুশি হবো। আপনার সুখি ও সুন্দর জীবন কামনা করি।

মু: বন্ধু রানা, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের কাছে অসংখ্য শ্রোতাবন্ধু চিঠি লিখে থাকেন। সবার চিঠি সবসময় পড়া সম্ভব হয় না। কিন্তু এখনতো আপনার চিঠি পড়ে শোনানো হল। খুশিতো? প্রতিযোগিতার ফলাফল যথাসময়ে প্রকাশিত হবে। দয়া করে অপেক্ষায় থাকুন। আর হ্যা, ই-মেইলের মাধ্যমেও আপনারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আ: এবারের চিঠিটি লিখেছেন মৌলভী বাজার জেলার আব্দুল আউয়াল লিটন। তিনি লিখেছেন, ....

মু: বন্ধু লিটন, আপনি আমাদের আজীবন বন্ধু হবেন। আপনি অবশ্যই সময় পেলে আমাদের অনুষ্ঠান শুনবেন। সম্প্রচারিত সময় শুনতে না-পারলে আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের সব অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল Bengali.cri.cn

আ: পাবনা জেলার সিআরআই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তাঁর চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু বারী, আপনাকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে অন্যদের বলার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের পুরানো বন্ধু। আশা করি, আমরা আজীবন বন্ধু হবো।

আ: একই জেলার নিরোব হসাইন তাঁর চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু নিরোব, আপনি আসলে একটি খুবই ভাল মতামত দিয়েছেন। আমরা প্রতিদিন ই-মেইল দেখতে পারি। কিন্তু চিঠি সংগ্রহের দায়িত্ব হল অন্য একটি বিশেষ বিভাগের। তাঁরা চিঠি সংগ্রহ করার পর আমাদেরকে দিয়ে থাকেন। এ ছাড়া, বাংলাদেশ বা ভারত থেকে চিঠি পাঠালে অনেক সময় দেড়িতে সেগুলো পেয়ে থাকি। তবে, আমরা ভবিষ্যতে আপনাদের চিঠির জবাব যথাসম্ভব দ্রুত দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

আ: ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের সভাপতি আফজাল আলী খান তাঁর চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু আফজাল আপনি অনেক ভাল চিঠি লিখেছেন। আপনাকে ধন্যবাদ জানাই।

আ: নারায়ণগঞ্জ জেলার নাসির উদ্দিন শরীফ তাঁর চিঠিতে লিখেছেন, ....

মু: আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি পুরস্কার পাননি। এতে মনে কষ্ট নেবেন না। ভবিষ্যতে সব শ্রোতারই পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন।

আ: সিরাজগঞ্জ জেলার আলো রৌড ও লিসনার্স ক্লাবের সাবিনা তুহিন তাঁর চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু তুহিন, আপনার মতামত ও প্রশংসাবাণী আমি 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের উপস্থাপককে জানিয়েছি। আপনাদের উত্সাহে আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করতে পারবো বলে আশা করছি।

আ: ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার ঝুম্পা দাস তাঁর চিঠিতে লিখেছেন, ....

মু: আমরা বন্ধু রবিশংকর বসুকে আমাদের অনুষ্ঠান প্রচারে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বন্ধু ঝুম্পা দাসকেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই।

আ:

মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন, বাংলাদেশের বগুড়া জেলার উজ্জ্বল কুমার রায়। তিনি তাঁর চিঠিতে লিখেছেন, ...

আ: আচ্ছা, বন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। --মুক্তা/আলিম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক