Web bengali.cri.cn   
দ্য ডিসটেন্ট নিয়ার: মামুনুর রশীদের একক অভিনয়ের মনোড্রামা
  2012-11-20 16:35:20  cri

    সুপ্রিয় শ্রোতা, সাপ্তাহিক অনুষ্ঠান 'খোলামেলায়' আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। শাহিদুল মামুনের লেখা একটা নাটক 'দ্য ডিস্টেন্ট নিয়ার', অর্থাত 'দূরে-কাছে' সম্প্রতি হংকং-এ প্রদর্শিত হয়। একাই পুরো নাটকজুড়ে অভিনয় করলেন বাংলাদেশের সুবিখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ। নাটকটি প্রথমে মঞ্চস্থ হয়েছিল গত বছর, এডিংবার্গ ফেস্টিভল ফ্রিঞ্জে। বছরটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী এবং 'শেক্সপিয়ার' নাটক মঞ্চস্থ হওয়ার ২০০তম বার্ষিকী। এই দুটো উপলক্ষ্যকে কেন্দ্র করেই ওই মনোড্রামাটি তৈরী করা হয়েছে। আজকের 'খোলামেলা' অনুষ্ঠানে মামুনুর রশিদ এ-নাটক সম্বন্ধে এবং সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে তার মতামত জানাবেন। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক