Web bengali.cri.cn   
Voice of China চীনের শ্রেষ্ঠ কন্ঠ ২
  2012-11-22 20:20:23  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। আপনাদের সঙ্গে আছি আমি, লতা। আজকের সংগীতানুষ্ঠানে আপনাদের সামনে আবার হাজির হতে পেরে আমি আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি আপনারা তা পছন্দ করেন।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা পছন্দের কোন গান শুনতে চান, অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার-- পেন ড্রাইভ। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।

 

 

আর কথা নয়; চলে যাচ্ছি 'সুরের ধারায়'। গত সপ্তাহে আমি আপনাদের চীনের গানের প্রতিযোগিতা Voice of China সম্পর্কে বলেছি। অনুষ্ঠানে ৪ শ্রেষ্ঠ প্রতিযোগী লিয়াং বো, উ মোছৌ, জি খে ছূন ই এবং চিন জি উনের গান শুনিয়েছি। তাঁদের গাওয়া গানগুলো সত্যি ভাল। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরো প্রতিযোগী ছিলেন যাদের কণ্ঠ মধুর এবং গানও চমত্কার। আজ আমারা তাদের গাওয়া গানও উপভোগ করবো।

প্রতিযোগিতায় প্রথমদিকে স্থান করে নিতে পারেননি, গানের মাধ্যমে অনেকের মন জয় করে নিয়েছেন---এমন প্রতিযোগীদের মধ্যে আমি লি দেইমোকে সবচেয়ে বেশি পছন্দ করি। তাঁর কন্ঠ মিষ্টি এবং তার গাওয়া ভালোবাসার গানগুলো সত্যিই সুন্দর। এখন আমরা তাঁর দুটি গান শুনবো। গানদুটির নাম: 'আমার গানের মধ্যে' এবং 'যদি তুমি নেই'। 、

জাং উয়েইও চলতি বছরের ভয়েজ অব চায়না প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। তিনি এর আগেও বেশ কয়েকটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি বেশ উঁচু স্কেলে গান গেয়ে থাকেন। তাহলে শুনুন তার গান। দুটি গানের একটি চীনা ভাষার গান এবং অন্যটি ইংরেজি ভাষার। ইংরেজি ভাষার গানটির নাম: 'what do u want from me'।

দিংদিং একটি সুন্দর মেয়ে। তাঁর নাম মনোহর, তাঁর কন্ঠও মিষ্টি। আমি বিশ্বাস করি, তাকে এবং তার কণ্ঠ আপনারা অবশ্যই পছন্দ করবেন। শুনুন তাঁর গান 'ভালবাসা সরল হওয়া উচিত'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি, লতা। যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে অথবা কোনো নির্বাচিত গান শুনতে চান, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাকে জানাবেন।

আবারো ফিরছি মূল অনুষ্ঠানে। দো লিয়াংও একজন প্রতিভাবান প্রতিযোগী। তাঁর কন্ঠ খুবই শক্তশালী। তিনি রক সংগীত পছন্দ করেন। তাঁর গান শুনলে আপনাদের মনে অসাধারণ অনুভূতি হবে। শুনুন তাহলে দো লিয়াংয়ের গান।

সুপ্রিয় শ্রোতা, আজকের 'সুরের ধারায়' এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন কয়েকটি গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান। (লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক