Web bengali.cri.cn   
সিপিসির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন: সিআরআই-এর ভারত ও পাকিস্তানের শ্রোতাদের ইতিবাচক মন্তব্য
  2012-11-15 19:24:39  cri
নভেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির নতুন সদস্যদের বুধবার পেইচিংয়ে দেশি-বিদেশি সংবাদদাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। চীন আন্তর্জাতিক বেতারের হিন্দি ও উর্দু ভাষার ওয়েবসাইটের মাধ্যমে ভারত ও পাকিস্তানের শ্রোতারা সে-অনুষ্ঠান সম্পর্কে জেনেছেন এবং পরে নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন।

শ্রী ভাগওয়ান শর্মা নামের ভারতীয় একজন প্রকৌশলী তাঁর ই-মেইলে লিখেছেন, "সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির নতুন সদস্যদের নেতৃত্বে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত হবে বলে আমি আশা করি।"

নয়াদিল্লীর ফ্রেন্ডশীপ লিসেনারস ক্লাবের চেয়ারম্যান অখিল পারাশার ওয়েইবসাইটে মন্তব্য করেছেন, "ভবিষ্যতে অর্থনীতির স্থিতিশীল সুষ্ঠু উন্নয়ন ও কর্মসংস্থান পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীন আরো লক্ষ্যণীয় সাফল্য অর্জন করার প্রত্যাশায় রয়েছি।"

এদিকে, পাকিস্তানের শ্রোতা আমির জামিল তাঁর ইমেইলে লিখেছেন, "ধারাবাহিকভাবে কয়েকদিন আমি চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম কংগ্রেসের ওপর নজর রাখছি। আশা করি, চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন অব্যাহত থাকবে।" (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক