Web bengali.cri.cn   
চীন ও ভারতের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করা: ডক্টর অলকা আচার্য
  2012-11-14 18:47:35  cri
নভেম্বর ১৪: সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেস সফলভাবে শেষ হবার পর, ভারতের নেহেরু বিশ্ববিদ্যালয়ের চীন বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর অলকা আচার্য সিআরআইয়ের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে চীনের নতুন পর্যায়ের নেতৃবৃন্দেকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি বলেন, "ভবিষ্যতে চীন ও ভারতের উচিত ইতিবাচক মনোভাব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা।"

তিনি বলেছেন, সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের ওপর নজর দৃষ্টি রেখেছেন,বিশেষ করে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন হবে এবং চীন-ভারত সম্পর্কের উন্নয়ন ইত্যাদি।

সাক্ষাত্কারে তিনি কয়েক মাস আগে চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং-এর একটি উক্তি উল্লেখ করেন। তখন সি চিন পিং বলেছিলেন, "চীন আশা করে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে।"

ডক্টর অলকা বিশ্বের অর্থনৈতিক মন্দা সম্পর্কে বলেন, "এ মন্দা চীন ও ভারতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চীন ও ভারত যৌথভাবে কিছু ব্যবস্থা নিলে, বিশ্বের অর্থনীতিতে দু'দেশের কার্যকর প্রভাব আরও বাড়বে।"(সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক