
সিপিসি-র নেতৃত্বে চীনের অর্থনীতি অনেক উন্নত হয়েছে: দক্ষিণ কোরিয়া-চীন সংস্কৃতি সমিতির চেয়ারম্যানের মন্তব্য

2012-11-12 18:57:03 cri
নভোম্বর ১২: দক্ষিণ কোরিয়া-চীন সংস্কৃতি সমিতির চেয়ারম্যান লী ইয়াং ইল চীনের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস শুরু হওয়ার পর দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "চীনের কমিউনিষ্ট পাটির নেতৃত্বে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন ঘয়েছে। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অধিকারী।"
সাক্ষাত্কারে তিনি পেইচিং অলিম্পিক গেমস ও শাংহাই বিশ্ব মেলার সফল আয়োজক হিসেবে চীনের প্রশংসা করে বলেন, এতে বিশ্ব অঙ্গনে চীনের প্রভাব আরও বেড়েছে। ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া-চীন সম্পর্ক আরও উন্নত হবে বলেও এসময় তিনি আশা প্রকাশ করেন। (চিয়াং/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
