
চীনের নতুন নেতৃত্ব সিপিসি-র ঐতিহ্য রক্ষা করবে এবং সমাজ ও অর্থনীতির উন্নয়নে আরো বেশি অবদান রাখবে:বাংলাদেশ-চীন গণ মৈত্রী সমিতির প্রেসিডেন্টের আশাবাদ

2012-11-12 18:21:54 cri

সাক্ষাত্কারে গত কয়েক দশকে চীনের উন্নয়ন ও পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, "চীনের সাবেক প্রেসিডেন্ট তেং সিয়াও পিং সংস্কার ও উন্মুক্তকরণনীতি গ্রহণ করার পর, চীনের সমাজ ও অর্থনীতিতে বিরাট পরিবর্তন এসেছে। চীনা জনগণের জীবনমানেরও ব্যাপক উন্নতি হয়েছে।" তিনি এসময় ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস আয়োজনে চীনের সাফল্য এবং মহাকাশ গবেষণায় দেশটির অগ্রগতির কথা উল্লেখ করেন। (সুবর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
