Web bengali.cri.cn   
সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের অভিনন্দনবার্তা
  2012-11-12 18:21:00  cri
    নভেম্বর ১২: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে চীন সরকার ও সিপিসিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংগঠন অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। আফগানিস্তানের ইসলামিক ইউনিটি পার্টির সভাপতি ও দেশটির দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ করিম খলিলি তার বার্তায় লিখেছেন, "কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। সিপিসির ভাল বন্ধু হতে পেরে আমরা গর্বিত। চীনা জনগণ নতুন নেতৃত্বে আরো বড় সাফল্য অর্জন করবেন বলে আশা করি।"

    ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কূটনৈতিকবিষয়ক সভাপতি করণ সিং তার অভিনন্দনপত্রে লিখেছেন, "বিশ্বের দুটি বৃহত্তম জনবহুল এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারত-চীন বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বড় অবদান রাখতে পারে।"

    এ ছাড়া, ফিনল্যান্ড, পর্তুগাল, চিলি, নেপাল, মালদ্বীপ ও বলিভিয়ার বিভিন্ন পর্যায়ের নেতারাও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক