Web bengali.cri.cn   
সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে সিআরআই-এর দক্ষিণ এশিয়ার শ্রোতাদের অভিনন্দনবার্তা প্রেরণ
  2012-11-09 16:38:23  cri
নভেম্বর ৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে সিআরআই-এর দক্ষিণ এশিয়ার শ্রোতাদের অনেকেই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। এ-পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের অনেক শ্রোতা ই-মেইলে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমেলৈ লিখেছেন, চীনা কমিউনিষ্ট পার্টির ১৮ তম জাতীয় কংগ্রেসের শুভ উদ্বোধন হয়েছে!চীনের একজন শুভাকাংখী ও চীন আন্তর্জাতিক বেতারের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আমি সিপিসি'র এই গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেসের উপর গভীর দৃষ্টি নিবদ্ধ রেখেছি।আমি সিপিসির ১৮ তম জাতীয় কংগ্রেসের সর্বাত্বক সফলতা কামনা করছি এবং নেতৃবৃন্দকে আমার অগ্রিম শুভেচ্ছা ও অভিবাদন ঞাপন করছি!

বাংলাদেশের ঢাকার দক্ষিণ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি দিদারুল ইকবাল তাঁর ইমেলে লিখেছেন, "আমি আমাদের ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ১৮তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানাই। সিআরআই-এর পুরনো শ্রোতা হিসেবে আমি কংগ্রেসের অগ্রগতির ওপর নিয়মিত খবরাখবর শুনতে চাই।"

ভারতের পশ্চিমবঙ্গের 'অল ইন্ডিয়া সিআরআই লিসেনার্স এসোশিয়েশনের' সভাপতি বিধান চন্দ্র স্যান্যাল লিখেছেন, "সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসে হু চিনথাও যে কার্যবিবরনী পেশ করেছেন, তাতে জোর দিয়ে বলা হয়েছে যে, সিপিসি'র নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথেই দেশ সামনে এগিয়ে যাবে। এটা জেনে, চীন কমিউনিস্ট পার্টির আদর্শের অনুরাগী হিসেবে, আমরা খুব খুশি হয়েছি। প্রায় ৮ কোটিরও বেশি সদস্যের বিশ্বের বৃহত্তম রাজনৈতিক পার্টির প্রায় ২৩০০ প্রতিনিধির এ-কংগ্রেস সম্পর্কে আমারা খুবই কৌতুহলী। আমাদের এ-কৌতুহল যেভাবে সিআরআই মিটিয়ে চলেছে, তা এক কথায় অভূতপূর্ব। আমরা কংগ্রেসের সাফল্য কামনা করি এবং সেই সাথে চীনা কমিউনিস্ট পার্টিকে জানাই লাল সালাম।"(ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক