Web bengali.cri.cn   
বিশ্বের মহান রক তারকা 'বন জোভি'
  2012-11-09 14:44:38  cri
প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লতা। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি গানগুলো আপনারা পছন্দ করেন।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার পেন ড্রাইভ। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আচ্ছা, এখন তাহলে শুরু করছি 'সুরের ধারায়'। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই বিশ্বের একজন মহান রক তারকাকে। এ-তারকার নাম 'বন জোভি'।

গেল শতাব্দীর শেষ ২০ বছর ছিল বন জোভির যুগ। লম্বা চুল, জ্যাকেট, চামড়ার পাজামা এবং হারলেই মোটর হলো সে-যুগের প্রতীক। এ-সবই ছিল বন জোভির প্রিয় জিনিস। ১৯৬২ সালে বন জোভি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহন করেন। ১৯৮৩ সালে তাঁর বন্ধুদের সঙ্গে তিনি 'বন জোভি' নামের ব্যান্ড গঠন করেন। বন জোভি সে-যুগের রক সঙ্গীতে নেতৃত্ব দেন। যুবক-যুবতীরা বন জোভির সংগীতানুষ্ঠানে নাচে, তাঁর গান গাইতে শেখে, তাঁর অনুকরণ করে। যুক্তরাষ্ট্রের রক সংগীতের ইতিহাসে বন জোভি একটি বিস্ময়। 'You Give Love a Bad Name'、'Livin' on a Prayer'、'Bad Medicine' সহ বন জোভির শ্রেষ্ঠ গানগুলো খুবই জনপ্রিয়। তাঁর সবচেয়ে বিখ্যাত গান 'It's my life' আপনারা শুনেছেন? যদি আগে শুনে না-থাকেন, তাহলে এখন আমরা একসঙ্গে এ সুন্দর গান উপভোগ করবো। শুননু 'It's my life'। পরে তাঁর আরেকটি বিখ্যাত গান You Give Love Bad Name শুনবেন।

বন্ধুরা, বন জোভির গানে আপনারা সেই যুগের ছবি দেখতে পারছেন কি? আমি বিশ্বাস করি, এ দুই গানের মাধ্যমে আপনারা বন জোভির সংগীতানুষ্ঠানে সবাই একসঙ্গে গান গাওয়ার ছবি মনের চোখে দেখতে পারেন, তাই না? এখন শুনুন বন জোভির আরও দুই সুন্দর গান: Have A Nice Day এবং Born To Be My Baby। আশা করি আপনারা এ দুই গানও পছন্দ করবেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো সঙ্গে আছি আমি, লতা। আপনারা কি আমাদের সংগীতানুষ্ঠান পছন্দ করেন? আমাদের অনুষ্ঠানের বিষয়ে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানে আপনারা শুনছেন মহান রক তারকা বন জোভির গান। তাই অনুষ্ঠানের শেষ দিকেও তার গানই প্রচারিত হবে। আশা করি আপনারা তাঁর গানের ছন্দ ভুলবেন না। তাহলে শুনুন Never Say Goodbye এবং Last Man Standing।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক