Web bengali.cri.cn   
২০১২ অর্থবছরে গবেষণায় মাইক্রোসফ্ট ব্যয় করেছে ৯৮০ কোটি মার্কিন ডলার
  2012-11-08 19:21:53  cri

২০১২ অর্থবছরে গবেষণায় মাইক্রোসফ্ট ব্যয় করেছে ৯৮০ কোটি মার্কিন ডলার

সর্বেশেষ এক রিপোর্টে জানা গেছে, মাইক্রোসফ্ট ২০১৩ সালের প্রথম প্রান্তিকে গবেষণায় ব্যয় করেছে ২৪৬ কোটি মাকিন ডলার। আর ২০১২ অর্থবছরে এ-খাতে কোম্পানিটি ব্যয় করেছে ৯৮০ কোটি মার্কিন ডলার।

মাইক্রোসফ্ট গবেষণা একাডেমী ১৯৯১ সালে গঠিত হয়। বর্তমানে এ একাডেমী বিশ্বের সবচে বড় ও সম্মানজনক গবেষণা সংস্থাগুলোর একটিতে পরিণত হয়েছে। মাইক্রোসফ্টের তুলনায় অ্যাপেলের বিক্রির পরিমাণ ও মুনাফা বেশি। কিন্তু ২০১২ অর্থবছরে গবেষণাখাতে অ্যাপেল মাত্র ৩৪০ কোটি ডলার ব্যয় করেছে। গবেষণায় ব্যয়ের তুলনায় বিজ্ঞাপন খাতে অ্যাপেলের ব্যয় বেশি হয়েছে।

Gmail বিশ্বের বৃহত্তম ইমেইল সেবা প্রদানকারী

মার্কিন বাজার গবেষণা কোম্পানি কমস্কোর-এর সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত অক্টোবর মাসে ইমেইল অ্যাকাউন্টধারীদের সংখ্যা কমেছে। কিন্তু জি.মেইল প্রথমবারের মত বিশ্বের বৃহত্তম ইমেইল সেবা প্রদানকারীতে পরিণত হয়েছে।

এ পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের অন্যান্য স্থানে জিমেইল প্রথম স্থান দখল করলেও, মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়াহু! প্রথম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে জিমেইলের তুলনায় প্রতিমাসে ইয়াহু! চেক করা গ্রাহকের সংখ্যা ৭০ লাখেরও বেশি। গত অক্টোবর মাসে ৪০.৮ শতাংশ মার্কিনি ইয়াহু ইমেইল ব্যবহার করেছে। এরপর আসছে জিমেইল ও হটমেইল-এর অবস্থান। এদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬.৮ ও ১৮.৯ শতাংশে।

বিগত গ্রীষ্মকালে জিমেইল জানিয়েছে যে, প্রতিমাসে তার গ্রাহকের সংখ্যা সোয়া চার কোটিতে দাঁড়িয়েছে এবং সে বিশ্বের এক নম্বর ইমেইল সেবা প্রদানকারীতে পরিণত হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্লগ 'ভেঞ্চারবিট' জানিয়েছে, এ পরিসংখ্যানের সাথে কমস্কোরের পরিসংখ্যানের ব্যাপক ব্যবধান রয়েছে। কমস্কোর মোবাইল গ্রাহকের সংখ্যা হিসেবে অন্তর্ভুক্ত করেনি। হটমেইল ও ইয়াহু সংশ্লিষ্ট পরিসংখ্যান মোটামুটি কমস্কোরের পরিসংখ্যানের সমান।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক