Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৪ নভেম্বর
  2012-11-08 16:05:27  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

মু: আলিম, আপনি জানেন, আমি সম্প্রতি ঢাকায় গিয়েছিলাম এবং সেখানে 'দেশ বেতার ও সিআরআই'র সহযোগিতামূলক সম্পর্ক এবং দেশ বেতারের ভবিষ্যতে প্রচার পরিকল্পনা নিয়ে এর মহাপরিচালক কাজি আখতার উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছি। আজ অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাদের সেই কথোপকথনের রেকর্ডিং শোনাবো।

......

মু: বন্ধুরা, আপনারা শুনছেন, সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান মুক্তার কথা। এতোক্ষণ শুনছিলেন দেশ বেতারের মহাপরিচালক কাজি আখতার উদ্দিন আহমেদের সাক্ষাত্কার। এখন আপনাদের চিঠিপত্র পড়ে শোনানোর পালা।

আ: ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখিছেন, আমি সিআরআই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন নিয়মিতভাবে প্রতিটি অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় ও সংবাদগুলো বস্তুনিষ্ঠ। দারুণভাবে এগুলো উপভোগ করি। আমাদের শ্রোতা সংঘের প্রায় প্রত্যেক সদস্য-সদস্যা সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। চীনের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমাজ ও সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, ক্রীড়া, প্রাকৃতিক সম্ভার ইত্যাদি সব বিষয়ে আমরা সুন্দরভাবে জানতে পারি। আমি ১৯৯০ সাল থেকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে আসছি। সিআরআই'র অনুষ্ঠান দিয়েই আমার ডি-এক্স জীবন শুরু। তাই আমার কাছে সিআরআই সব সময় আলাদা গুরুত্ব ও অর্থ বহন করে। সিআরআই'র বাংলা ওয়েব সাইটটিও বিশাল তথ্যের ভান্ডার। আমরা অনেক অজানা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি এ সাইট থেকে। উন্নতমানের অনুষ্ঠান এবং ওয়েবসাইট উপহার দেবার জন্য আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্য-সদস্যার পক্ষ থেকে সিআরআই বাংলা বিভাগের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজীবন সিআরআই বাংলা বিভাগের সঙ্গ ও সমর্থন প্রত্যাশা করি। সিআরাআই হচ্ছে চীনকে জানার একটি জানালা। এই অনুষ্ঠানটি আমি অন্যকে ও শুনতে উত্সাহিত করি। বর্তমানে আমরা সিআরআই'র অনুষ্ঠান শোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সিআরআই'র অনুষ্ঠান সম্পর্কে নিয়মিতভাবে নানা রকম আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। সিআরআই'র শ্রোতা বৃদ্ধি করার জন্য চেষ্টা চালাচ্ছি। আগামী ১-লা বৈশাখ আমাদের ক্লাবের ২০-তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। থাকবে নানান অনুষ্ঠান, প্রদর্শনী, প্রতিযোগিতা ও চীন আন্তর্জাতিক বেতার নিয়ে বিশেষ আলোচনা। পরদিন আমরা আয়োজন করেছি সম্পূর্ণ বিনা খরচে ওষুধ বিতরণসহ স্বাস্থ্যসেবা শিবির। কলকাতা থেকে আনা হচ্ছে দুজন বিশিষ্ট ডাক্তার। আমরা আপনাদের সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। যদি সম্ভব হয় তাহলে কিছু উপহারসামগ্রী পাঠিয়ে উত্সাহিত করবেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

মু: হাফিজুর রহমান আসলে আমাদের অনেক আন্তরিক এবং ঘনিষ্ঠ বন্ধু। প্রথমে আপনি এবং আপনার ক্লাবের সদস্যদেরকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আপনি আপনাদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ছবি, অডিও বা ভিডিও আমাদেরকে পাঠাবেন। এরপর আমরা অবশ্যই আপনাদেরকে উপহার পাঠাবো। ধন্যবাদ।

আ: বাংলাদেশের মাদারীপুর জেলার ঞ্জান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাবের সভাপতি মোঃ রাসেল সিকদার তাঁর চিঠিতে লিখেছেন, প্রিয় ভাইয়া ও আপু, তোমরা কেমন আছো? আশা করি সদূর চীনে তোমরা খুব ভালো আছো। জানো, আমার মনটা ভালো নেই; কারণ আমাদের উপমহাদেশের সাহিত্য ভুবনের উজ্জ্বল নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তার সাহিত্যকর্ম আমাদের মাঝে তাঁকে বাঁচিয়ে রাখবে আজীবন। ২৭শে অক্টোবর ঈদের দিন প্রচারিত 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানে তার লেখা কবিতা "কেউ কথা রাখেনি"-র আবৃত্তি আমার মন কেড়ে নিয়েছে। কিন্তু তার সাহিত্যকর্ম নিয়ে প্রতিবেদনটি পড়ার সময় উপস্থাপক একটি ভুল তথ্য দিয়েছে। উপস্থাপক বললেন, সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার মাইজপাড়া গ্রামে। সঠিক তথ্যটি হবে: সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মাইজ পাড়া গ্রামে। স্থানটি আমার বাড়ির কাছে হওয়ায়, তার মূত্যুর পরের দিনই আমি ছুটে গিয়েছিলাম তার জন্মস্থানটিকে দু'নয়ন ভরে একবার দেখার জন্য। সেখানেও নেমেছিলো শোকের ছায়া।

মু: বন্ধু রাসেল সিকদার, আপনার মতামত অনেক গুরুত্বপূর্ণ এবং ভাল। আপনি যে কতো মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনেন, আপনার চিঠিই তার প্রমাণ। আমি 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের কাছে আপনার অনুভূতির কথা ও মতামত জানিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো বেশি গঠনমূলক মতামত পাবো। ধন্যবাদ।

আ: বাংলাদেশের নাটোর জেলার আতিয়া সুলতানা রীমা তাঁর চিঠিতে রিখেছেন, সরিষা ফুলের শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের একজন ভক্ত নারীশ্রোতা। আমি ও আমার বান্ধবীরা মিলে আপনাদের প্রচারিত অনুস্ঠান শুনি । এ ছাড়াও, আপনাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, পর্যটন, চলমান আকর্ষনীয় খবরাখবর ইত্যাদি বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা শুনে আমি প্রতিনিয়ত অজানা তথ্য জানতে পারছি। আমি আপনাদের একজন অনুরাগী ভক্ত-শ্রোতা হতে চাই। আশা করি আপনাদের বেতার পরিবারে আমাকে ঠাঁই দিতে কার্পন্য করবেন না।

মু: আতিয়া সুলতানা রীমা, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাকে আমাদের শ্রোতাতালিকায় অন্তর্ভূক্ত করে নিয়েছি। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন।

আ: আচ্ছা, বন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। --মুক্তা/আলিম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক