


আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে: এই 'দেবতার গান' আবার কী? বর্তমান চীনে কয়েকটি গান খুবই জনপ্রিয়; চীনের প্রায় সবাই এ-গানগুলো শুনেছি। এসব গানের অভিন্নতা হলো: গানের ছন্দ খুবই সহজ ও প্রকট। যদি আপনি এ-ধরণের গান কয়েকবার শোনেন, তাহলে আপনি গানটি গাইতে পারবেন এবং গানের ছন্দ ভুলবেন না। চীনের ওয়েবসাইটগুলোতে এধরনের গানের ছড়াছড়ি। বৃদ্ধ-বৃদ্ধা ও শিশু-কিশোর, যুবক-যুবতী—সবাই গানগুলোর নামও জানে। খুবই মজা, তাই না? তাই এখন আপনারা শুনবেন চীনের প্রথম 'দেবতার গান'। গানের নাম 'ছটফট'। এ গান অসাধারণ, সারা গানে কথা নই, শুধু আ, এ, ইসহ আছে কয়েকটি সহজ বর্ণ। এ-গান গাওয়া খুবই কঠিন এবং গানের কাঠামো খুবই জটিল। শুনুন তাহলে 'ছটফট'।
বন্ধুরা, 'ছটফট' শুনলেন; এখন আপনাদের মন কি আরো গান শোনার জন্য ছটফট করছে? এখন আমরা শুনবো অন্য ধরণের 'দেবতার গান'। 'সবচেয়ে উজ্জ্বল জাতির বাতাস' এবং 'ভালোবাসার কারবার' গানদুটি চীনের মধ্যবয়সী লোকদের মধ্যে খুবই জনপ্রিয়। গানের ছন্দ সহজ ও শক্তিশালী। গান শোনার পাশাপাশি আপনারা নাচতে পারেন। তাহলে আসুন শোনা যাক গান দুটো।
প্রিয় শ্রোতা, আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। প্রতি সপ্তাহে প্রচারিত অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে ফোন করুন বা চিঠি লিখুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি। আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানর থিম হলো চীনের 'দেবতার গান'। এ পর্যন্ত আমরা শুনেছি দুই ধরণের 'দেবতার গান'। অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদের আরেক ধরণের দেবতার গান শোনাতে চাই। 'আহত হতে পারি না' 'ছিউছিউ ভালোবাসা' ও 'ভয় লাগে না'--এ তিনটি গান হলো চীনের ওয়েবসাইটগুলোতে সহজলভ্য সবচে জনপ্রিয় গানগুলোর অন্তর্গত। এ-গান মানুষকে আনন্দ দিতে পারে। শুনুন তাহলে গানগুলো।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে 'সুরের ধারায়' ফিরে আসবো চমত্কার কিছু গান নিয়ে। ততোক্ষণের জন্য বিদায়। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ; অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। চাই চিয়ান। (লতা/আলিম)




