Web bengali.cri.cn   
'আইপ্যাড মিনি' বাজারে আনল 'অ্যাপল' কোম্পানি
  2012-11-02 14:47:02  cri

অ্যাপল-এর প্রতিটি নতুন পণ্যই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। স্থানীয় সময় ২৩ অক্টোবর সান ফ্রান্সিস্কোয় কোম্পানিটি তাদের সর্বশেষ যে পণ্যটি বাজারে ছেড়েছে সেটি হচ্ছে 'আইপ্যাড মিনি'।

এ-প্রসঙ্গে প্রেস ব্রিফিং শুরু হয় সকাল ১০টা থেকে। ব্রিফিং-য়ে অ্যাপল কোম্পানির সি ই ও টিমোথি ডি কুক জানিয়েছেন, ২৩ অক্টোবর পর্যন্ত সারা বিশ্বে আইপ্যাড বিক্রির সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আইপ্যাড বিক্রির পরিমাণ বিষ্ময়কর। মানুষ সত্যিই আইপ্যাডকে পছন্দ করে। এরপর অ্যাপল কোম্পানি বাজারে নিয়ে আসে চতুর্থ প্রজন্মের আইপ্যাড। আগের আইপ্যাডের চেয়ে নতুন আইপ্যাডের কার্যকারিতা বেশি হলেও, দাম ছিল একই। ফলে মানুষ তা পছন্দ করেছে।

এদিন ব্রিফিংশেষে পরিচয় করিয়ে দেয়া হয় নতুন পণ্য 'আইপ্যাড মিনি'র সাথে। অ্যাপল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ঘোষণা করেন, "আইপ্যাড মিনি এসেছে। এটি শুধু ছোট তা নয়, এটি আরো সুন্দর, পাতলা ও হালকা।"তিনি জানান, আইপ্যাড মিনির পুরুত্ব ৭.২ মিলিমিটার, ওজন ০.৬৮ পাইন্ড। এটি পাওয়া যাবে সাদা ও কালো-- দু'টি রঙে। আইপ্যাড মিনির ফিচার আইফোন-৫ এর মতোই। এর পর্দার মাপ ৭.৯ ইঞ্চি। তবে আইপ্যাড মিনির দাম প্রত্যাশার চেয়ে একটু বেশি। ১৬ গিগা ওয়াইফাই-এর আইপ্যাড মিনির দাম ৩২৯ মার্কিন ডলার। জানা গেছে, আসন্ন ক্রিসমাসকে সামনে রেখেই অ্যাপল কোম্পানি আইপ্যাড মিনি বাজারে এনেছে। আশা করা হচ্ছে, বছর শেষে পণ্যটির কাটতি অনেক বেশি হবে।

 

অ্যাপল কোম্পানির সিইও টিমোথি ডি কুক দায়িত্ব গ্রহণের পর আইপ্যাড মিনি-ই হচ্ছে কোম্পানির প্রথম নতুন পণ্য। ১০ ইঞ্চির ট্যাবলেট পিসির বাজারে অ্যাপল কোম্পানির আইপ্যাডের নিরঙ্কুশ প্রাধান্য আছে। তবে ১০ ইঞ্চির চেয়ে ছোট ট্যাবলেট পিসির বাজারে এ কম্পানির কোন অংশ নেই। গত বছর আমাজন কোম্পানি একটি ৭ ইঞ্চি ট্যাবলেট পিসি কিনডল ফায়ার বাজারে নিয়ে আসে এবং তার বিক্রির পরিমাণ ছিল বিষ্ময়কর। অর্থাত ট্যাবলেট পিসির বাজারে আমাজন হচ্ছে অ্যাপল-এর প্রধান প্রতিদ্বন্দ্বী। Google কম্পানিও এ বছরের জুলাই মাসে Nexus 7 প্রকাশ করে এবং Android প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল কোম্পানির ব্যবসায় ভাগ বসায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সামসাং কোম্পানিও ৭ ইঞ্চি পর্দার ট্যাবলেট পিসি বের করে।

ট্যাবলেট পিসির দাম সাধারণত ১৯৯ থেকে ২৯৯ মার্কিন ডলারের মধ্যে থাকে। অথচ আইপ্যাড মিনির দাম ৩২৯ থেকে ৬৫৯ মার্কিন ডলারের মধ্যে। অবশ্য অ্যাপল কোম্পানি আশা করে যে, ভোক্তারা আইপ্যাড মিনি পছন্দ করবে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন যে, দামের ক্ষেত্রে কোনো পার্থক্য না-থাকলে ভোক্তারা অন্য কোম্পানির পণ্যের চেয়ে অ্যাপল কোম্পানির পণ্যই বেশি পছন্দ করে। তবে আইপ্যাড মিনির দাম বেশি হওয়ায় শেষ পর্যন্ত কী হয় বলা যায় না।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সিরিয়া আন্তর্জাতিক গবেষণা কমিটির ৪ জন সদস্য ২৫ অক্টোবর জেনেভার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চিঠি লিখে তাঁর সঙ্গে সাক্ষাত্ কামনা করবেন এবং সাক্ষাতে গবেষণা কমিটিকে সিরিয়া বিষয়ে তদন্ত করার অনুমতি দেয়ার দাবি জানাবেন। শুনুন, র্সুইজার্ল্যান্ডে সি আর আই'র সংবাদদাতা লিউ সু ইয়ুন ও জিয়াং সি ইয়েনর পাঠানো বিস্তারিত প্রতিবেদন।

সিরিয়া আন্তর্জাতিক গবেষণা কমিটি গত বছরের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হচ্ছে, গত বছরের মার্চ মাসে সিরিয়া সংকট শুরুর পর থেকে সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্ত করা। গবেষণা কমিটি গত বছরের নভেম্বর, এ বছরের ফেব্রুয়ারি ও জুন মাসে আলাদা আলাদাভাবে তিনটি তদন্ত রিপোর্ট দিয়েছে। তবে অনেকে তদন্ত রিপোর্টের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে গবেষণা কমিটির মেয়াদ শেষের আগে, মানবাধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এ কমিটির মেয়াদ আগামী বছরের মার্চ মাসে শেষ হবে। সিরিয়া আন্তর্জাতিক গবেষণা কমিটির ৪ জন সদস্য সংবাদ সম্মেলনে বলেন যে, তারা চান সিরিয়া নতুন করে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হোক। গবেষণা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা সিরিয়া সরকারকে নতুন করে চাপ ফেলবে। কমিটির প্রেসিডেন্ট পাওলো পিনহেইরো বলেছেন, বাশার আল আসাদকে চিঠি লিখে তার সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন তারা।

 

আমাদের প্রথম সিদ্ধান্ত হলো: আমরা সিরিয়ায় যাওয়ার চেষ্টা করবো। আমরা প্রেসিডেন্ট বাশারকে চিঠি লিখবো। আশা করি তার সঙ্গে আমাদের বৈঠক হবে। সিরিয়ায় প্রবেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা, সিরিয় প্রেসিডেন্ট আমাদের দামেস্কে যাওয়ার অনুমতি দেবেন।

তবে, সিরিয়া আন্তর্জাতিক কমিটি প্রতিষ্ঠার পর থেকেই কোনো কোনো দেশ এর নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এ-প্রসঙ্গে কমিটির প্রেসিডেন্ট বলেন,

আমাদের ও আমাদের সহকর্মীদের পক্ষ থেকে আবারও বলা উচিত যে, আমরা আদালত নই, ফৌজদারি বিচারসংস্থাও নই। আমরা কেবল সাক্ষ্য সংগ্রহ করবো এবং মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্তদের চিহ্নিত করবো।

তিনি আরো জানান, গবেষণা কমিটি আগামী বছরের জানুয়ারি মাসে সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরীর কাজ শেষ করবে এবং আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে মানবাধিকার পরিষদের ২২তম সম্মেলন হবে। তিনি বলেন, 'বর্তমানে সিরিয়া আন্তর্জাতিক গবেষণা কমিটির কৌশল হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা এবং তার পরবর্তী পদক্ষেপের ওপর নজর রাখা।'

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? কোনো 'হট টপিক' সম্বন্ধে আপনারা যদি জানতে বা আলোচনা করতে চান, আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn। চিঠিতে প্রথমে লিখবেন, চলতি প্রসঙ্গ অনুষ্ঠান 'হট টপিক প্রস্তাব'। যদি আপনাদের প্রস্তাব গৃহীত হয়, তাহলে সেই মাসের শেষ দিকে 'চলতি প্রসঙ্গ' ও 'মুক্তার কথা' অনুষ্ঠানে আপনাদের নাম প্রচার করবো। আর উপহারতো থাকবেই। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আগামী সপ্তাহের একই দিনে ও একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক