
চীনা নাগরিকদের জন্য ২০১৩ সালের বার্ধক্য-বীমার অর্থ পৌঁছে গেছে সংশ্লিষ্ট বিভাগগুলোতে : অর্থ মন্ত্রণালয়ের তথ্য

2012-11-01 18:34:40 cri
নভেম্বর ১: চীনের শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের জন্য ২০১৩ সালের সামাজিক বার্ধক্য-বীমার জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রাদেশিক আর্থিক বিভাগগুলোতে ইতোমধ্যই বিতরণ করা হয়েছে। বুধবার চীনের অর্থ মন্ত্রণালয় থেকে এ-তথ্য জানানো হয়েছে।
এক্ষেত্রে বরাদ্দ মোট ৬২.৬ বিলিয়ন ইউয়ানের মধ্যে গ্রামবাসীরা ৬১ বিলিয়ন ইউয়ান এবং শহরবাসীরা ১.৬ বিলিয়ন ইউয়ান পাবেন। অর্থ মন্ত্রণালয় বিভিন্ন প্রাদেশিক আর্থিক বিভাগের প্রতি সময়মতো এসব অর্থ সংশ্লিষ্ট জনসাধারণের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে। (লিলি/আলিম)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
