Web bengali.cri.cn   
'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা' চলাকালে চীনে প্রায় ৩০ কোটি কৃষকের পানীয় জলের সমস্যার সমাধান করা হবে: ইয়েন গুয়াং ইউয়ু
  2012-10-30 19:37:20  cri
অক্টোবর ৩০: চীনের পানিবিষয়ক সপ্তম শীর্ষ ফোরাম সোমবার পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের জলসেচ উন্নয়ন কেন্দ্রের উপ-মহাপরিচালক ইয়েন গুয়াং ইউয়ু ফোরামে জানান, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পযন্র্ত গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা প্রকল্প হচ্ছে চীনের গ্রামাঞ্চলের অন্যতম প্রধান বিষয়। এ সময়পর্বে ২৮ কোটি ৮০ হাজার গ্রামীণ লোক ও ১ লাখ ১৪ হাজার স্কুলের শিক্ষক ও ছাত্রদের পানীয় জলের সমস্যার সমাধান করা হবে।

উল্লেখ্য, চীনে ৩০ কোটি কৃষক পানীয় জল সংকটের মধ্যে আছে। দু'হাজার এগারো সাল থেকে দু'হাজার পনেরো সাল পযর্ন্ত চীনে এ-সংকট মোকাবিলায় বিপুল অর্থ বরাদ্দ দেয়া হবে। (চিয়াং/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক