Web bengali.cri.cn   
এভানেসেন্স: ডার্ক গথিক গানের দল
  2012-10-26 09:24:22  cri

 সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি, লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আশা করি, আপনারা আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন।

 

 

আপনাদের কি মনে আছে, আগের অনুষ্ঠানে আমি ব্যান্ডদল 'ল্যাক্রিমোসার' গান আপনাদের শুনিয়েছিলাম? এ ব্যান্ড ডার্ক গথিক ধরনের গান করে থাকে। এ-ধরণের সংগীত কি আপনারা পছন্দ করেন? আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি 'ডার্ক গথিক' নিয়ে কিছু কথা বলবো। 'ডার্ক গথিক' সংগীত শোনার সময় চোখের সামনে ভেসে ওঠে দিনের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা একটি গাছের ছবি, গাছের উপরে কাক, অথবা বাতাসে ও বৃষ্টিতে গির্জা দুলছে ও কাঁদছে। এ ধরণের সংগীতে রয়েছে সীমাহীন অন্ধকার ও দুঃখ। তবে অন্ধকার ও দুঃখের মধ্যেও রয়েছে সুন্দর ছবি। কখনও কখনও এ ধরণের গান শুনলে আপনারা একটি নতুন জীবনের অভিজ্ঞতা পাবেন, জীবনের বিভিন্ন দৃশ্য মনের আয়নায় দেখতে পাবেন।

এখন আমি আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি 'ডার্ক গথিক ব্যান্ড'-এর পরিচয় করিয়ে দিচ্ছি। ব্যান্ডের নাম 'এভানেসেনস' । প্রথমে আমরা এ ব্যান্ডের দুটি গান শুনবো; পরে আমি আপনাদের এ-ব্যান্ডের গল্প শোনাবো। এখন শুনুন 'bring me to life' এবং 'going under'শীর্ষক গানদুটি।

প্রিয় শ্রোতা, এখন আমি এভানেসেনসের গল্প বলবো। ১৯৯৪ সালে যুত্তরাষ্ট্রের একটি ছোট মেয়ে এমি এ-ব্যান্ড গঠন করে। এমির বাবা ছিলেন একটি স্থানীয় বেতারের 'ডিজে'; আর এমির মা একজন রক সংগীত গায়িকা। তাই রক সংগীতের পরিবেশে বেড়ে ওঠা এমি ছোটবেলাতেই নিজের ব্যান্ড গঠন করতে আগ্রহী হয়ে ওঠে। 'এভানেসেনস' প্রতিষ্ঠার পর, এমি এবং তাঁর দলের সদস্যরা একের পর এক সুন্দর ও শক্তিশালি গান সৃষ্টি করেছেন। ৪৬তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'এভানেসেনস' 'শ্রেষ্ঠ নতুন তারকা' এবং 'শ্রেষ্ঠ হার্দ রক' এ দুই বড় পুরস্কার অর্জন করে। এখন শুনুন তাঁদের আরও দুই গান: 'taking over me' এবং 'my immortal'।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি, লতা। আপনাদের কোনো প্রস্তাব থাকলে, অথবা আপনাদের পছন্দের গানের কথা জানিয়ে আমাদের ফোন করতে অথবা চিঠি লিখতে পারেন। আমারা এ-অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করবো এবং আপনাদের মধ্যে কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে পাঠাবো সি আর আইয়ের সুন্দর 'পেন ড্রাইভ'। আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানে আপনারা শুনছেন ডার্ক গথিক ব্যান্ড 'এভানেসেনস'-এর গান। এখন শুনুন এভানেসেনসের আরো দুটো গান 'My Last Breath' এবং 'Whisper'।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন কয়েকটি গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান। (লতা/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক