Web bengali.cri.cn   
'মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারত ও শ্রীলঙ্কার জয়
  2012-10-25 19:16:11  cri

অক্টোবর ২৫: 'মহিলা টি-টোয়েন্ট এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারত ও শ্রীলঙ্কা জয়লাভ করেছে। বৃহস্পতিবার চীনের কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সকালে ভারত পরাজিত করে থাইল্যান্ডকে। বিকেলে অন্য খেলায় শ্রীলঙ্কা হারায় নেপালকে। প্রথম খেলায় ভারতের মিতালি রাজ এবং দ্বিতীয় লেখায় শ্রীলংকার শশিকলা সিরিওয়ার্দেনা 'ম্যান অব দ্য ম্যাচ' হবার গৌরব অর্জন করেন।

এশিয় ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও মাঠে বসে খেলা দেখেন এবং কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠের প্রশংসা করেন। তিনি মাঠটিকে 'আন্তর্জাতিক মানসম্পন্ন' বলে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ হচ্ছে বর্তমানে চীনের একমাত্র আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট মাঠ। এর আয়তন প্রায় ৪১৫৫ বর্গমিটার। এতে ২০০১টি স্থায়ী এবং ৩০০১টি অস্থায়ী আসন আছে। ২০১০ সালে এ-মাঠে কুয়াংচৌ এশিয়া গেমসের ক্রিকেট খেলাগুলো অনুষ্ঠিত হয়। (ইয়ু/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক