
ঢাকা থেকে পেইচিং ২-চীনের উন্নয়ন আমরা দেখেছি

2012-10-23 16:33:45 cri

সারা বিশ্বে চীনা ভাষা শিক্ষা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও ঢাকা ইউনিভারসিটি, নর্থ-সাউথ ইউনিভারসিটি, ব্র্যাক ইউনিভারসিটি এবং আমাদের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম থেকে অনেক ছাত্রছাত্রী চীনা ভাষা শিখছে। প্রত্যেক বছরে অনেক ছাত্রছাত্রী চীন সরকারের স্কলারশিপ পেয়ে চীনে চলে আসেন। আজকের অনুষ্ঠানে এমন দু'জন ছাত্র এসেছেন আমাদের স্টুওডিওতে। একজন হচ্ছেন রাশেদ উদ্দিন, আরেক জন হচ্ছে জান্নাতুন নাহার। তারা দু'জন পেইচিং নর্মল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন । শুনুন তাদের দেওয়া সাক্ষত্কার। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/এসআর)
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
