Web bengali.cri.cn   
অভিনেত্রী লিউ রুওইয়ং
  2012-10-19 19:20:51  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের এক শ্রোতার চিঠি সম্পর্কে বলতে চাই। বাংলাদেশের জয়পুরহাট জেলার জয়পুরহাট আন্তর্জাতিক রেডিও ক্লাবের নুরুজ্জামান ইসলাম সাহেব, আপনার চিঠি এখন আমার হাতে। নিয়মিত 'সুরের ধারায়' শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেক খুশি যে আপনি আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন। আশা করি ভবিষ্যতেও আপনি আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সমর্থন দিয়ে যাবেন। আপনি কোন গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনার প্রিয় গান প্রচার করবো। অন্য সকল শ্রোতাও তাদের পছন্দের গান শোনার জন্য আমাদেরকে লিখতে পারেন অথবা ফোন করতে পারেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার পেন ড্রাইভ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুরু করছি। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই চীনের একজন বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে। তাঁর নাম লিউ রুওইয়ং।

লিউ রুওইয়ং শুধু একজন বিখ্যাত অভিনেত্রী নন, তিনি একজন জনপ্রিয় গায়িকাও। লিউ রুওইয়ংয়ের একটি মজার নাম আছে। নামটির বাংলা অর্থ হচ্ছে: 'দুধ চা'। সত্যি সত্যি তাঁর গলায় রয়েছে দুধের মধু ও চায়ের তিক্ততা; এ এক অসাধারণ অনুভব। তাঁর গান একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।

১৯৭০ সালে লিউ রুওইয়ং চীনের থাইওয়ানে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি পিয়ানো বাজাতে শিখেছেন। তাঁর শিক্ষক ছেনশেংয়ের সাহায্যে লিউ রুওইয়ং চীনের সংগীত জগতে প্রবেশ করেন। তাঁর প্রথম প্রকাশিত অ্যালবামটি বেশ সাফল্য পায়। পরে তিনি টিভি নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একটি বিখ্যাত টিভি নাটক 'গোলাপী মেয়ে'তে অভিনয় করেন এবং এর মাধ্যেম চীনে ব্যাপক পরিচিতি পান। সংগীত, টিভি নাটক এবং চলচ্চিত্র--এ তিন ক্ষেত্রেই লিউ রুওইয়ং লক্ষণীয় সাফল্য পেয়েছেন। আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানে আমরা লিউ রুওইয়ংয়ের কয়েকটি গান শোনাবো। প্রথমেই শুনুন তাঁর সবচেয়ে বিখ্যাত গানটি। এ গানের নাম হলো 'পরে'। ভালোবাসায় রয়েছে নানা ধরণের কষ্টের বিষয়। যদি হারিয়ে যাই, তাহলে পরে অনেক দীর্ঘ সময় ধরে আমরা অনুতপ্ত হবো। ভালোবাসার কষ্টের বিষয় সম্পর্কে লিউ রুওইয়ং এ গানে নিজের ভাব প্রকাশ করেছেন। শুনুন তাহলে গানটি। পরে আরেকটি গান 'আপনাকে খুবই ভালোবাসি' শুনবেন।

বন্ধুরা, লিউ রুওইয়ংয়ের এ দুই গান আপনাদের কেমন লাগলো? এ দুই গানের ছন্দ খুবই সুন্দর, তাই না? আমাদের লিউ রুওইয়ংয়ের গলা তাঁর নাম 'দুধ চার' মতোই মজার। বিশ্বাস করি আপনারা আমাদের 'দুধ চা' লিউ রুওইয়ংয়ের গানগুলো পছন্দ করেন। তাহলে চলুন হার আরো দুটো গান শোনা যাক। গানের নাম হলো 'তোমাদের ইচ্ছা পূরণ করি' এবং 'একা একা ঘুরে বেড়াবো'। চীনের একজন বিখ্যাত গায়ক হুয়াং লিসিংয়ের সঙ্গে লিউ রুওইয়ং 'একা একা ঘুরে বেড়াবো'-গানটিতে অভিনয়ও করেন। তাহলে শুনুন গান দুটো।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। প্রতি সপ্তাহে প্রচারিত অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকলেও আমাদের ফোন করুন বা চিঠি লিখুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানে আপনারা যান গান শুনছেন তার নাম লিউ রুওইয়ং। এরই মধ্যে তাঁর কয়েকটি জনপ্রিয় গান আমরা শুনেছি। আগেই বলেছি, চীনের টিভি নাটকে থিম সং হিসেবে লিউ রুওইয়ংয়ের গান ব্যবহার করা হয়। চীনের বিখ্যাত টিভি নাটক 'গোলাপী মেয়ে'য়ের থিম সং হলো তাঁর গান 'সারা জীবনের নিঃসঙ্গতা'। এখন আমরা এ গান উপভোগ করবো। পরে শুনবেন আজকের সংগীতানুষ্ঠানের সর্বশেষ গান: 'তুমিও এখানে থাকো'। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলুন আমরা এই গানদুটি শুনি।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে 'সুরের ধারায়' ফিরে আসবো চমত্কার কিছু গান নিয়ে। ততোক্ষণের জন্য বিদায়। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ; অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। চাই চিয়ান। (লতা/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক