Web bengali.cri.cn   
স্বপ্নশিল্পী ওয়াং ফেং
  2012-10-12 18:10:23  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। আশা করি, আপনাদের ভালো লাগে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই চীনের একজন ভ্রমণকারীকে। তাঁর নাম ওয়াং ফেং।

 

১৯৭১ সালে ওয়াং ফেং চীনের পেইচিংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি বেহালা শিখেছেন। পরে কেন্দ্রীয় সংগীত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। একসময় তিনি রক সংগীতের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং কয়েকটি ব্যান্ড গঠন করেন। তবে সে-সময় তাঁর গড়ে তোলা ব্যান্ডগুলো পেশাদার ছিল না। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জনের পর তিনি কিছুকাল একটি সিমফনি অর্কেস্ট্রাতে কাজ করেন। কিন্তু এ-ধারার সংগীত নিয়ে কাজ করতে তার ভালো লাগতো না। একসময় তিনি তা ছেড়ে দিলেন এবং মন দিয়ে রক সংগীত সৃষ্টি করতে শুরু করলেন। তাঁর গানে রয়েছে স্বপ্ন ও আশা। তাঁর সংগীতে ফুটে ওঠে সমাজ ও আদর্শের দ্বন্দ্ব। চীনা যুবসমাজে তাঁর গান খুবই জনপ্রিয়। আমরা তাঁর একটি গান আপনাদের শোনাবো। গানটির নাম'বসন্তের মধ্যে'। আগে গানটি শুনি; তারপর ওয়াং ফেংয়ের আরও গল্প বলবো। (গান)

বন্ধুরা, ওয়াং ফেংয়ের গান আপনাদের কেমন লাগল? তার প্রতিটি গানই যেন একেকটি স্বপ্ন। তাঁর গান মানুষকে শক্তি জোগায়; ঘুমন্ত মানবসত্তাকে জাগিয়ে তোলে। বেশকিছু টিভি নাটকের 'থিম সং' হিসেবেও তাঁর গান প্রচারিত হয়। চীনের 'পেইচিং যুবক'নামক একটি বিখ্যাত টিভি নাটক এখন প্রচারিত হচ্ছে। এর থিম সং হলো ওয়াং ফেংয়ের গান 'অস্তিত্ব'। টিভি নাটকে আরেকটি গান প্রচারিত হয়, গানের নাম হলো 'ফুটন্ত জীবন'। আসুন, আমরা গানদুটো শুনি। আশা করি আপনাদের ভালো লাগবে। (গান)

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। প্রতি সপ্তাহে প্রচারিত অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে ফোন করুন বা চিঠি লিখুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানর থিম হলো 'স্বপ্ন শিল্পী ওয়াং ফেং'। এরই মধ্যে তাঁর কয়েকটি জনপ্রিয় গান আমরা শুনেছি। আগেই বলেছি, চীনের টিভি নাটকে থিম সং হিসেবে ওয়াং ফেংয়ের গান ব্যবহার করা হয়। একটি বিখ্যাত টিভি নাটক 'পেইচিং ভালোবাসা কাহিনী'র থিম সং হলো তার গান: 'পেইচিং, পেইচিং'। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলুন আমরা এই গানটি শুনি। (গান)

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে 'সুরের ধারায়' ফিরে আসবো চমত্কার কিছু গান নিয়ে। ততোক্ষণের জন্য বিদায়। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ; অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। চাই চিয়ান। (লতা/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক