Web bengali.cri.cn   
বাংলাদেশের সংসদের সদস্য এডভোকেট ফাজলে রাব্বির সাক্ষাত্কার
  2012-10-16 18:03:03  cri

    চীনের তেরতম পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক এক্সপোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর চীনের ছেংতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। পাঁচদিনব্যাপী এ আন্তর্জাতিক মেলা চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ক্রেতাকে আকর্ষণ করেছে।

    মেলার 'দক্ষিণ এশিয়ার পণ্য প্রদর্শনী' অনেক চীনার দৃষ্টি আকর্ষণ করেছে। এ-প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং মালদ্বীপের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ দেশ থেকে জহরত, মার্বেল, হস্তশিল্প, বৈশিষ্ট্যপূর্ণ খাদ্য ও পানীয় এবং বৈদ্যুতিক পণ্য নিয়ে আসেন। প্রায় ৩ লাখ স্থানীয় নাগরিক 'দক্ষিণ এশিয় পণ্য প্রদর্শনী' দেখতে এসেছিলেন। প্রদর্শনীতে প্রায় ৬০ কোটি ইউয়ানের কেনাকাটা হয়। শ্রীলংকার মণি পাথর ও নেপালের হার্বালের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

    ছেংতু এখন বিদেশী পণ্যের স্থায়ী বাজারে পরিণত হয়েছে। ছেংতু আন্তর্জাতিক মেলা হল দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের চীনের বাজারে প্রবেশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজ নিজ দেশের পণ্যসামগ্রী এ মেলার মাধ্যমে চীনা ক্রেতাদের কাছে তুলে ধরতে পারেন।

    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবারের মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত এক প্রতিনিধি দল মেলায় অংশ নিতে আসেন।

    প্রতিনিধি দলের সদস্য হিসেবে এডভোকেট ফাজলে রাব্বি সিআরআই-এর জন্য একটা সাক্ষাত্কার দিয়েছেন।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক