Web bengali.cri.cn   
বিজ্ঞান-প্রযুক্তির ভবিষ্যতের প্রবণতা কি হবে?
  2012-10-06 19:26:39  cri

বিজ্ঞান-প্রযুক্তির ভবিষ্যতের প্রবণতা কি হবে? সম্প্রতি মার্কিন দশাধিক প্রতিষ্ঠাতা নিজেদের মত প্রকাশ করেছেন। আমরা একটু শুনবো।

১ YouTube ইউথুবি'র উজ্জ্বল ভবিষ্যতে

SimpleWifi and UseABoat'র প্রতিষ্ঠাতা রাউল পলা বলেন, 'গ্রহকদের ওপর ইউথুবির ব্যাপক প্রভাব পড়েছে। এ ওয়েবসাইটে দর্শকরা আরও বেশি সময় ধরে ভিডিও দেখেন এবং ওয়েবসাইটের ভিডিও'র মধ্যে অনেকগুলো দর্শকদের প্রশংসা পেয়েছে। এর কারণ হচ্ছে ওয়েবসাইটটির ভিডিওগুলোতে গুনগতমান বিষয় রয়েছে। যার ফলে দর্শকরা golden 1-minute mark স্বর্ণ এক মিনিট নীতির বাইরে ভিডিও দেখছেন।

২, Pinterest ও তার প্রত্যক্ষযোগ্য অনুসন্ধান

Science of People'সৃষ্টিকারী Vanessa Van Petten বলেন, গত দশ বছরে বিষয় খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যকে পিনটেরেস্টের যোগাযোগ, অনুসন্ধ্যান ও বিক্রির ওয়েবসাইটের ওপর নজর রাখা যায়। আমি মনে করি যে, যে জিনিসসামগ্রী কোম্পানির মূর্তী প্রতিনিধিত্ব করতে পারে। সেগুলো অধিকারী হওয়া কোম্পনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ।

৩. সচল। সচল সচল

Foodtree'সৃষ্টিকারী Derek Shanahan বলেনম 'বর্তমানে মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটের পরির্শনের সংখ্যা উন্মদের পর্যায়ে রয়েছে। মোবাইল সরঞ্জামের কারণে ওয়েবাসাইটের উন্নয়ন ডিজাইন ও সফ্টওয়ার পরিবর্তিত হয়েছে। সে মোবাইল সরঞ্জামে ওয়েসবাইট ভালো না দেখানো সত্ত্বেও তুমি এর উপেক্ষা করো না। আমি বিম্বাস করি, ভবিষ্যতে নতুন সৃষ্ট মোবাইল সফ্টওয়ার সর্বপ্রথমে মোবাইল সংঞ্জাম ও ট্যাবরেট পিসিতে ব্যবহৃত হবে। এরপর আসবে ঐতিহ্যবাহি ওয়েবসাইট।

৪. সামাজিক প্রভাবে

Location 180'র সৃষ্টিকারী Sean Ogle বলেন, অন্বেষণ যন্ত্র আরও স্মার্ট হয়ে দাঁড়িয়েছে এবং সামাজিক প্রভাব জড়িত সূচকে আরও বেশি ব্যবহৃত হচ্ছে। সামাজিক মিডিয়া সার্বিকভাবে বিদ্যমান ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন করবে। যারা এ প্রবণতা কাজে লাগাতে পারেন, তারা ব্যাপক সাফল্য অর্জন করবেন।

৫. Airtime'র ওপর ঘন নজর রাখেন

The Website Checkup Tool'র সৃষ্টিকারী Nathalie Lussier বলেন, 'সত্যি কথা বলি, আমি জানিনা Airtime ভবিষ্যতে কিভাবে বড়কাজ করবে। কিন্তু এখন আমি তার নেশা হয়েছি। আমি তার ওপর অব্যাহতভাবে নজর রাখবো।

৬. application programe interfaces যেখানেসেখানেই থাকবে

Zapier'সৃষ্টিকারী Wade Foster বলেন, application programe interfaces আগে কেবল বড় কোম্পানিতে ব্যবহার করা হয়। কিন্তু এখন এটি জনপ্রিয় হয়ে ওঠেছে। হোয়াইট হাউস সকল বিভাগের প্রতি ৯০ দিনের মধ্যে এক application programe interface তৈরির নির্দেশ দিয়েছে।

৭. ব্যক্তিগতকরণ প্রযুক্তি

(Poshly কোম্পানির প্রতিষ্ঠাতা Doreen Bloch বলেন, ওয়েবসাইটের ভবিষ্যত হবে ব্যক্তিগতকরণ। এর মধ্যে থাকবে প্রতি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করা এবং কিভাবে অনলাইন ভোক্তাদের কাছে উপযোগী সামগ্রী পরিচয় করিয়ে দেওয়া। ব্যক্তিগতকরণ স্থাপনের ফলে আরও কার্যকর ডাটা ও ই কমার্স তথ্য পাওয়া হবে। বর্তমানে ব্যক্তিগতকরণ প্রযুক্তি প্রথম যুগে রয়েছে। সেজন্য আমি অব্যাহতভাবে এ ক্ষেত্রের ওপর নজর রাখবো।

৮. মোবাইল মুদ্রায়ন

(CollegeSpring'র সৃষ্টিকারী Garrett Neiman বলেন, আমি মনে করি, মোবাইল ক্ষেত্রে ব্যাপক মুদ্রায়নের সম্ভাবনা রয়েছে। আগামী শেষার্ধে এ ক্ষেত্রে নতুন প্রস্তাব উত্থাপিত হবে বলে আমি আশা করছি।

৯. সরলীকরণ

(NYC Conference Centers'প্রতিষ্ঠাতা Christopher Kelly বলেন, আমরা যে সফ্টওয়ার ডনলড করেছি, তার পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না। এ দিক থেকে বলা যায়যে, আমরা অতিরিক্ত ডনলড করা তথ্যের শিকার। যে কোম্পানি গ্রহকের কাছে এলোমেলো তথ্য নির্মূল করে মূল্যাবান তথ্য যুগিয়ে থাকে, সেগুলো বেশি বাজার দখল করতে পারবে।

১০. সোসাল নেটওয়ার্ক ইন্টিগ্রেশন

(Social Media from a Teen'র সৃষ্টিকারী Lane Sutton বলেন, ওয়েবসাইট দর্শকরা উপলব্দি করেছেন যে, ফেসবুক ও থুউইটার থেকে অর্জিত বিষয় তাদের সঙ্গে সম্পর্কিত নয়। দর্শকরা তাদের চাহিদার মত তথ্য অর্জন করতে চান। সেটি হলো ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা হ্রাস এবং পিসটেরেস্টের Pinterest বৃদ্ধি পাওয়ার মূল কারণ।

১১. Crowdfunding ইত্যোমধ্যেই পাগল হয়েছে

AdVentures'র সৃষ্টিকারী Brent Beshore বলেন, Crowdfunding বর্তমানে খুব জনপ্রিয়। আমি এ ক্ষেত্রে যোগ না দেওয়া সত্ত্বেও আমি আশা করি, এ ক্ষেত্রে আসন্ন পরিবর্তন ও শিল্প উন্নয়ন বিভিন্ন কোম্পানির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

১২. মূল্যনির্ধারণ অব্যাহত থাকবে

Endagon'সৃষ্টিকারী Logan Lenz বলেন, বর্তমানে বিচারকরা বলতে পারেন না যে, আমরা প্রযুক্তিগত বুদ্বুদে রয়েছি কি না। কিন্তু নতুন কোম্পানির বিনিয়োগকারী হিসেবে খোলা ও ব্যক্তিগত বাজারের মাধ্যমে আগামী বেশ কয়েকবছরে প্রযুক্তিগত বিশ্বের অবসান ঘটবে কি না? তা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য মূল্যাবির্ধারণের আচ্চারণ অব্যাহত থাকবে।

১৩. উদ্দীপ্ত বাস্তবিকতা

little skips'র সৃষ্টিকারী Henry Glucroft বলেন, উদ্দীপ্ত বাস্তবিকতা সত্যি সত্যি খেলা চেঞ্জারে পরিণত হবে। বাস্তবা ও ডিজিটলের মধ্যে ইন্টারেক্টিভ নকশা সম্ভাবনা বেশি। অনেক বড় প্রযুক্তি কোম্পানি এ ক্ষেত্রে অভিযান চালাতে শুরু করেছে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক