Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৩ সেপ্টেম্বর
  2012-09-26 15:21:07  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

মু: বন্ধুরা, পেইচিং এখন শরত্কাল এসেছে। আবহাওয়া অনেক সুন্দর। গত কাল হল চীনের (autumnal equinox), এদিন হল চীনের শরত্কালের মাঝকানে দিন। এদিন পর্যন্ত চীনের শরত্কালের অর্ধেক অংশ চলে গেছে। আলিম, এখন চীনের আবহাওয়া ও পরিবেশ আপনি অভিযোজন করেছেন?

আ:....

মু: আচ্ছা, বন্ধুরা, এখন আপনাদের পালা।

আ:বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয় তাঁর ইমেলে লিখেছেন, ১৬ সেপ্টেম্বর ২০১২ তারিখের মুক্তার কথা অনুষ্ঠানে আমার চিঠি পড়ে শোনানো হলো। ভাল লাগলো। সকলের সাজানো গোছানো লেখা গুলো দারুন ভাবে আমাকে আকৃস্ট করেছে। স্বর্ণা আপুকে আমি অনেক কাছে থেকে দেখেছি বেশ কয়েক বছর। তিনি যতদিন ঢাকায় ছিলেন তার প্রতি মাসেই প্রায় দেখা হতো- কথা হতো। খুব মজার একটা সময় আমরা পার করেছি। অনুষ্ঠানে যখন স্বর্ণার কন্ঠ শুনি তখন স্মৃতিরোমন্থিত হয়ে যায়। জীবন গানে দক্ষিণ এশিয়া পর্বগুলো ভাল লাগছে। আমার চীনা চলচিত্র ভাল লাগে শিরোনামের প্রতিযোগীতায় অংশ নিয়েছিলাম কিন্তু ঢাকা থেকে শুধু দিদারুল ইকবাল কে নির্বাচিত করা হয়েছে তাই হয়তো আমাকে মূল্যায়ন করা হয়নি। এটা ঠিক নয়।ভাষা শিক্ষার কুইজে বিজয়ী হলেও এখন পর্যন্ত কোন উপহার পেলাম না। অনেক দিন পরে আপনাদের কাছ থেকে একটা চিঠি পেলাম, তাতে দুইটা পূবের জানালা ম্যাগাজিন ছিল। ধন্যবাদ।

মু: বন্ধু হৃদয়, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার চিঠি স্বর্ণা এবং দক্ষিণ এশিয়ার কথকতার উপস্থাপিকা খং চিয়াচিয়াকে জানিয়েছি। বিশ্বাস করি, আপনি তাঁদের অনুষ্ঠানেও চিঠির জবাব শুনতে পারবেন। অনেক শ্রোতা আমাদের প্রতিযোগিতায় অংশ নেন। সেজন্য আপনি প্রতি বারের মত পুরস্কার লাভ করার সাম্ভাবনা নেই। আশা করি, শ্রোতারা সক্রিয়ভাবে আমাদের অন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এর ফলে আপনাদের পুরস্কার লাভ করার সুযোগ হবে। ধন্যবাদ।

আ: ঝিনাইদহ জেলার ডিএক্স রেডিও ক্লাবের সভাপতি শাখাওয়াত হুসাইন বিদ্দুত (Md. Sakhawat Husain Biddut) তাঁর ইমেলে লিখেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকের সংবাদ অত্যন্ত বাস্তব ধর্মি এবং নিরোপেক্ষ আমি বিশ্বাস করি আমার সাথে সবাই একমত প্রকাশ করবেন। ঝিনাইদহের ছোট্ট গ্রাম আন্দুলবাড়ীয়া এখানে রিসিপশন মান অত্যন্ত ভালো । আপনারা যে ফিচার প্রচার করছেন বর্তমান সমায়ের সাথে সঙ্গতি পূর্ণ হোয়া একান্ত প্রয়োজন। আর োয়েভের ডিজাইন আর একটু সহজ করা দরকার। এবং প্রতিদিন আপডেট করতে হবে।

আ: ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিো ফ্যান ক্লাবের সাখায়াত হোসেন বিদ্যুত আপনাদের োয়েভ সাইডে নিয়মিত সার্চ করছি। ভালো লাগছে তবে আরো উন্নত করা প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনারা একটু চেষ্টা করলে তবে সিটি সম্ভব। শ্রবণ মান খুব ভালো, তরে এফ এম শুনতে পাচ্ছিনা। নিরন্তর ভালো থাকবেন।

মু: বন্ধু বিদ্যুত, আপনি অনেক ভাল বলেছেন। আমাদের আরো উচ্চ মান অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করা। আশা করি, শ্রোতারা নিয়মিত আমাদেরকে গঠনমূলক মতামত দিতে পারেন। এরফলে আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করতে পারবো। ধন্যবাদ।

আ: চুয়াডাঙ্গা জেলার ইয়ং রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মো: নাঈমুর রহমান তাঁর ইমেলে লিখেছেন, শ্রদ্ধেয় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ও সকল কর্মকর্তাবৃন্দ। প্রীতি নিন, শুভেচ্ছা নিন। কেমন আছেন সবাই? ১০ই সেপ্টেম্বর তিব্বতের মধ্যজেলার বর্তমান চিকিত্সা পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি। দৃষ্টির সীমানাতে নভোচারী নীল আর্মস্ট্রং সম্পর্কে জেনে ভাল লাগল।

মু: বন্ধু নাঈমুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার জন্য ধাণ্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে নিয়মিত আপনার মতামত পেতে পারবো।

মু: বন্ধু বিদ্দুত, আপনার মতামত অনেক ভাল এবং গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই একটি নিয়ে বিবেচনা করবো। আপনাকে ধন্যবাদ জানাই।

আ: রাজশাহী জেলার শাহিন কাদির তাঁর ইমেলে লিখেছেন, এআপনাদের ওয়েবসাইট দেখে আমি আনন্দিত হয়েছি। বাংলায় এমন সুন্দর খবর অন্য কোথাও আমি পায়না। আপনাদের কোন কুইজ হয় কি না তা ইমেইলের মাধ্যমে জানাবেন।

মু: বন্ধু কাদির, আমাদের প্রতি অনুষ্ঠানের কুইজ আছে। কিন্তু কনফুসিয়াস ক্লাসরুম এবং চলুন বেডিয়ে আসি অনুষ্ঠানের নিয়মিত মাসিক কুইজ রয়েছে। এছাড়া আমরা জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজন করি। সাধারনত আমার অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। সেজন্য আপনি নিয়মিত আমাদের সব অনুষ্ঠান শুনলে পুরস্কার পেতে পারবেন।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিস্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান তাঁর ইমেলে লিখেছেন, বাংলাদেশের এক প্রান্ত হতে আপনাদের জানাই লাল সবুজের পতাকার শুভেচ্ছা। প্রতিদিন সি আর আই এর অনুস্ঠান শুনি। আমরা সি আর আই এর ভক্ত কেন জানেন? ভাল শ্রবন মান চীনা বন্ধুদের চমত্‍কার বাংলা বলা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন চীনা সংস্কতি জানা ওয়েবসাইটে সুন্দর ফটো পুবের জানালা প্রকাশ আলাদা আলাদা অনুস্ঠান প্রযোজনা নিরপেক্ষতা শ্রোতাদের মুল্যায়ন সব মিলিয়ে শ্রোতাদের কাছে টানে ।সি আর আইকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে শ্রোতা দির্ঘদিন ধরে সি আর আই এর সাথেই আছে নিয়মিত মতামত দেয় সব আয়োজনের সাথেই থাকে তার অগ্রাধিকার বেশি দেওয়া কর্ত্যব্য। আমি সি আর আই সহ বিশ্বের বিভিন্ন বেতার ডি এক্সার ৩0বছর ধরে আমার বেতার জগতে আছি। আমার অনুপ্রেরনায় হাজার হাজার শ্রোতা তৈরি করেছি। অনেক শ্রোতার মতামতের ভিত্তিতে আপনাদের প্রতিনিয়তই ইমেলের মাধ্যমে মতামত পাঠাই। সি আর আই দপ্তরে আমাকে একজন ঘনিস্ঠ বন্ধু হিসেবে গ্রহন করলে এ বেতার শোনা সার্থক হবে বলে আমি মনে করি। বেতার পরিবারের সবাই কে ঈদের দাওয়াত দিলাম।

মু: বন্ধূ হান্নান, আপনাকে আমাদের এত বেশি সমর্থন করার জন্য ধান্যবাদ জানাই। আমরা অনুষ্ঠান তৈরী করে করে শ্রোতাদের সঙ্গে বন্ধু হয়েছি। আশা করি, আপনারা আমাদেরকে আরো বেশি সহায়তা করবেন। ধন্যবাদ।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শাহি দুল্লাহ তাঁর চিঠিতেলিখেছেন, ....(১)

মু: বন্ধু দুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনার চিঠি আমরা নিয়মিত পাই। সেজন্য আমি অনেক আগ থেকে আপনার নাম শ্রোতা তালিকায় অর্ন্তভূক্ত করে দিয়েছি। আপনার প্রস্তাব অনেক ভাল। এখন আমাদের অনেক তরুণ শ্রোতা আছে। সেজন্য তরুণ শ্রোতাদের জন্য আরো বেশি বিষয় দেয়া উচিত। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি গঠনমূলক মতামত দিতে পারবেন।

আ: দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ তাঁর ইমেলে লিখেছেন, ....(২)

আ: তিনি চীন সম্পর্কিত একটি প্রশ্ন করেছেন, চীনের প্রথম মহাকাশচারীর নাম কী? মুক্তা, আপনি এ প্রশ্নের জবাব তাঁকে জানাতে পারেন?

মু: অবশ্যই জানাবো। চীনের প্রথম মহাকাশচারীর হলেন ইয়াং লিওয়ে। তিনি ১৯৬৫ সালের ২১ জুন জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের কমিউনিস্ট পার্টির একজন সদস্য। তিনি ২০০৩ সালের ১৫ অক্টোবর শেনচৌ ৫নং নভোযানে প্রথম বারের মত মহাকাশে গিয়েছিলেন। এখন তিনি হলেন চীনের মানুষবাহী মহাকাশ পরিকল্পনার উপ পরিচালক।

আ: তিনি ভূপেন হাজারিকার কন্ঠে যে কোনো একটি বাংলা আধুনিক গান শোনতে চান। তাহলে আমরা এখন আপনি এবং সব শ্রোতাকে ভুপেন হাজারিকার কন্ঠে শরত্ বাবু খোলা চিঠি গানটি শোনাই।

গান

আ: আমাদের একজন ওয়েবসাইট ব্যবহারকারী জয়নাল হাজারি একটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, আমি বিভিন্ন আর্টক্যাল এবং কবিতা লিখতে চাই এই সাইটে। কিভাবে বা কোথায় পোষ্ট করবো। আদৌ কোন সুযোগ আছে কিনা লেখার? ইমেল এড্রেস আমাকে দিলে খুশি হবো।

মু: বন্ধু জয়নাল হাজারি, এখন আমাদের সাহিত্যের প্রাঙ্গনে একটি সাহিত্য প্রতিযোগিতা চলছে। আশা করি, শ্রোতারা এবং ওয়েবসাইট ব্যবহারকারীরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এর ফলে আপনার লেখা শুধু যে ওয়েবসাইটে বা আমাদের ম্যাগাজিনে প্রকাশ করা তা নয় বরং আপনাদের পুরস্কার পাওয়ার সুযোগ হবে। শ্রোতারা তাড়াতাড়ি অংশ নেবেন, কারণ প্রতিযোগিতাটির মেয়দ হবে। আমাদের ইমেল ঠিকানা হল ben@cri.com.cn

মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতা পরিচয় করে দিবো। সে একজন ছোট শ্রোতা, তার বয়স মাত্র ৮ বছর। তার নাম হল নাম মেসবাহুল আশেকিন শাফী। সে বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের নতুন সদস্য। আশা করি, ভবিষ্যতে তুমি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে পারবে এবং সুযোগ পেলে আমাদেরকে চিঠি লিখবে। ধন্যবাদ।

আ: আচ্ছা, বন্ধুরা, এতোক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের প্রশ্ন বা মতামত তথ্য পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে ও একই সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। --মুক্তা/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক