Web bengali.cri.cn   
লেনোভার পিসি বিক্রির পরিমাণ হিউলেট প্যাকার্ডের তুলনায় বেশি হবে
  2012-09-20 18:01:19  cri

যদি ব্যতিক্রম কিছু না-ঘটে, তাহলে স্বল্প সময়ের মধ্যে লেনোভার পিসি বিক্রির পরিমাণ হিউলেট প্যাকার্ডের তুলনায় বেশি এবং বিশ্বে প্রথম স্থান দখল করবে। পিসির ক্ষেত্রে লেনোভা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে। এবারে সব চেষ্টার সাফল্য অর্জিত হবে। কিন্তু লেনোভার বোর্ড চেয়ারম্যান লিউ ছুয়ান ছি এ নিয়ে গৌরব বোধ করেন না। সম্প্রতি চীনের চুং কুয়ান ছুন ফোরামে যোগ দেওয়ার সময় তিনি বলেন, বিশ্বের প্রথম স্থান যেন Epiphyllum ফুলের মত অল্প সময়। লেনোভা সামনে এগিয়ে যেতে চায়, আগের স্থানে থাকতে চায় না।

বাজার গবেষণা বিষয়ক আন্তর্জাতিক ডাটা কোম্পানি-আইডিসি'র এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে হিউলেট প্যাকার্ড বিশ্বের পিসি উত্পাদনকারী কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। সারা বিশ্বে এর পিসি বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৩৪ লাখ। যা বিশ্বের মোট বিক্রির পরিমাণের ১৫.৫ শতাংশ। হিউলেট প্যাকার্ডের পরেই আছে লেনোভা। যার বিক্রির পরিমাণ ছিল এক কোটি ২৯ লাখ। যা মোট বিক্রির পরিমাণের ১৪.৯ শতাংশ। হিউলেট প্যাকার্ডের সঙ্গে লেনোভার ব্যবধান গত বছর ৬ শতাংশ থেকে কমে ০.৬ শতাংশে দাঁড়ায়।

লিউ ছুয়ান চি বলেন, 'দ্বিতীয় কোয়ার্টারে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে লেনোভার বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি হবে। এর মানে লেনোভা অন্য কোম্পানির বাজার দখল করবে। লেনোভা সে বাজারগুলোতে কোনো কর্মী না পাঠানো সত্ত্বেও পুরো কোম্পানির কৌশল ভালোভাবে কার্যকরী হচ্ছে। এটি হলো আন্তর্জাতিক পর্যায়ের গোষ্ঠির মানদন্ড।' এ নিয়ে লিউ ছুয়ান চি খুব গৌরব বোধ করেন।

সম্প্রতি লেনোভা ব্রাজিলের বৃহত্তম উত্পাদনকারী কোম্পানি সিসিইকে কিনে নিয়েছে। সিসিই'র বার্ষিক বিক্রির পরিমাণ ৭ লাখ। এ সংখ্যা অনুযায়ী, হিউলেট প্যাকার্ড টানা ২৪ কোয়ার্টারে বিশ্বের পিসি বিক্রির প্রথম স্থান দখল করে থাকে, লেনোভার এ রেকর্ড ভাঙার সম্ভাবনা বেশি।

লেনোভো শুধু পিসি নিয়ে পড়ে নেই। এ-গোষ্ঠি মোবাইল, স্মার্ট টেলিভিশন এবং মোবাইল ইন্টারনেটসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক