মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে আমার সঙ্গে আরেকজন উপস্থাপক থাকবেন। তিনি হলেন আমাদের নতুন সহকর্মী আলিম। এখন থেকে আমরা দু'জন একসঙ্গে শ্রোতাদের মতামত নিয়ে আলোচনা করবো এবং তাদের নানা প্রশ্নের জবাব দেয়ার দায়িত্ব পালন করতে থাকবো।
মু: বন্ধুরা, গত সপ্তাহের অনুষ্ঠানে মাদাম ইউ "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" শীর্ষক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভকারীদের নাম ঘোষণা করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা তৃতীয় পুরস্কার লাভকারীর নাম বলে দিচ্ছি। তৃতীয় পুরস্কার লাভকারী শ্রোতা মোট ৩০ জন। আলিম, আপনি কি তাদের নাম ঘোষণা করবেন?
আ: অবশ্যই, মুক্তা। যে ৩০ জন শ্রোতা তৃতীয় পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন,ৱ: বাংলাদেশের নাটোর জেলার নিরা খাতুন (Nira khatun), নওগাঁ জেলার ললনা লিসেনার্স ক্লাবের বিউটি খাতুন, নারায়নগঞ্জ জেলার শামিম, পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের শাফী, মাসুদ রানা (MD. MASUD RANA), মাদারীপুর জেলার অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের বিমলা বেগম আঁখি, কিশোরগঞ্জ জেলার তা-জিন ইত্তেসাম (Ta-Zin Ittesam), রাজশাহী জেলার ফ্রেন্ডজ অনলাইন ডিএক্স এসোসিএশনের জামান বিন সিরাজ (ZAMAN BIN SIRAJ), মামুন(MAMUN), একতা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের (ACOTA INTERNATIONAL RADIO CLUB) মোকাররম (MD. MOKARRAM), মাগুড়া জেলার কুমারকোটা লিসেনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম (মিন্টু), ফরিদপুর জেলার মিসেস রওনক জাহান, ওয়াল্র্ড রেডিও লিসেনার্স ক্লাবের আবুল খায়ের, খুলনা জেলার শারমিন আক্তার, জয়পুরহাট জেলার জয়পুরহাট আন্তর্জাতিক রেডিও ক্লাবের মোঃ নুরুজ্জামান ইসলাম, নারায়নগঞ্জ জেলার শাহানা, বগুড়া জেলার তানজিলা আক্তার, চুয়াডাঙ্গা জেলার হাফিজা বেগম (HAFIZA BEGUM), ঢাকার মিরপুরের সেলিনা আক্তার (SALINA AKTER), তেজগাঁর (TEJGAON) শঙ্কর দত্ত (SANKAR DUTTA), চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ শওকত হোসেন, নওগাঁ জেলার নিউলাইট ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার এস,এম, ছবেদ আলী, ময়মনসিংহ জেলার নিউ সিআরআই রেডিও শ্রোতা সংঘের ফারদীন রহমান, ভারতের বর্ধমান জেলার একতা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক মুহাম্মাদ শাহি দুল্লাহ, সৌরভ বসাক, উত্তর দিনাজপুর জেলার অঞ্জনা রয় (মন্ডল) (ANJANA ROY (MANDAL)), নদিয়া জেলার অনিতা বশাক (ANITA BASAK),দক্ষিণ দিনাজপুর জেলার রেডিও লিসনার্স ক্লাবের পাতান কুমার পাউল এবং পশ্চিম মেদিনিপুর জেলার মৃদুল কান্তি বেরা (MRIDUL KANTI BERA)।...মুক্তা...
মু: আলিম, আপনাকে ধন্যবাদ। আর অভিন্দন জানাই বিজয়ী শ্রোতাদের। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পুরস্কারগুলো পাঠিয়ে দেব। আশা করি, আপনারা ভবিষ্যতেও আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।
আ: আজকের আয়োজনে শুরুতেই আপনাদের পালা।
আ: বাংলাদেশের একজন ওয়েবসাইট ব্যবহারকারী রাজশাহীর এ.কে.এম. নূরুজ্জামান আমাদের নতুন ওয়েবসাইট ভিজিট করার পর মন্তব্য করেছেন: নতুন রূপে, নতুন সাজে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ওয়েবসাইট দেখে খুব ভাল লাগল। এ-ওয়েবসাইটের উন্নয়নের পেছনে প্রতিনিয়ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করছেন তাঁদের আমার প্রাণঢালা শুভেচ্ছা।
মু: বন্ধু নূরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। নতুন ওয়েবসাইটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে আপনারা আরো সহজে নিজের প্রিয় বিষয় খুঁজে নিতে পারেন। বিষয়বস্তুর দিক থেকেও ওয়েবসাইটি আরো সমৃদ্ধ হয়েছে। এ ছাড়া, এতে আমাদের প্রত্যেক উপস্থাপক ও উপস্থাপিকার নিজের ব্লগ এবং প্রতিটি অনুষ্ঠানের আলাদা পৃষ্ঠা রয়েছে। আরো বেশি অডিও ও ভিডিও অনুষ্ঠান নতুন ওয়েবসাইটে পোস্ট করা হবে। আমরা এ-ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই।
আ: চুয়াডাঙ্গা জেলার ইয়ং রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মো: নাঈমুর রহমান তাঁর ইমেলে লিখেছেন: ১১ই সেপ্টেম্বরের দক্ষিণ এশিয়ার কথকতা-তে পাকিস্তানের বন্ধুদের চোখে গত ২০ বছরে চীনের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি বিষয়ক প্রতিবেদন থেকে চীনের সমাজ, ভাষা ইত্যাদি বিষয়ে কিছু তথ্য জানতে পেরেছি। শ্রদ্ধেয় মুক্তা আপু, আমি আমাদের ক্লাবটিকে শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি। দয়া করে আমাদের ক্লাবটিকে শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করে নিন।
মু: বন্ধু নাইমুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি দক্ষিণ এশিয়ার কথকতার উপস্থাপিকা খোং চিয়াচিয়াকে আপনার মতামত জানিয়ে দিয়েছি। এ ছাড়া, আপনার ক্লাবকেও আমাদের শ্রোতাসংঘ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি, আপনার ক্লাবের সব সদস্য নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত মতামত পাঠাবেন।
আ: ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের মো: সোহেল রানা হৃদয়, রওশন আরা লাবনী, রওশন মুরাদ মুগ্ধ, আলীনুর, মুনসুর, ফিরোজ, মুবিন, মাহি একসঙ্গে আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। তারা লিখেছেন: প্রিয় সিআরআই, আমাদের ভালবাসা আর শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভাল আছেন। আমরা ভাল আছি। গতকালের 'দক্ষিণ এশিয়ার কথকতা' অনুষ্ঠানে পাকিস্তানের নানা বিষয় নিয়ে আলোচনা দারুন লাগলো। পুরো অনুষ্ঠানের পরিবেশনা ছিল ভাল লাগার মতো। ধন্যবাদ শিহাবুর রহমান ও প্রেমা আপাকে। তা ছাড়া, গত সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান ছিল দারুন সব তথ্যে ভরপুর। রবিবারের সুরের ভূবনে অনুষ্ঠানে বাজানো গানগুলোও মন ভরিয়ে দিয়েছে। ভাল থাকবেন সবাই।
মু: আলিম, আপনি আমাদের শ্রোতাদের সঙ্গে এখনো তেমন করে পরিচিত হয়ে ওঠেননি। তাই বলছি, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব হল আমাদের পুরনো বন্ধু। ক্লাবটির সদস্যরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন। তাঁদেরকে ধন্যবাদ জানাই।
আ: জামালপুর জেলার হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, ......(২)
মু: বন্ধু হাফিজুর রজমান, আপনি অনেকগুলো অনুরোধ জানিয়েছেন। আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আরো বেশি গঠনমূলক মতামত আমাদেরকে দিতে পারবেন। আপনি মনির খানের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। শুনুন তাহলে মনির খানের গান।
গান
আ: নাটোর জেলার আরিফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, ....(৩)
মু: ভাই আরিফুল ইসলাম, সব শ্রোতাই আমাদের বন্ধু। আমি আশা করি, সব শ্রোতা আমাদের আজীবন বন্ধু থাকবেন। আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো শোনার জন্য ধন্যবাদ জানাই।
আ: পাবনা জেলার সিআরআই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তাঁর চিঠিতে লিখেছেন, ....(৩)
মু: বন্ধু শেখ আব্দুল মান্নান বারী, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। আপনার অনুরোধ আমরা বিবেচনা করবো। আসলে অনেক শ্রোতা আমাদের অনুষ্ঠানে নিজের মতামত বা প্রশ্নের জবাব শুনতে চান। তাই অনেকেই সপ্তাহে দু'বার 'মুক্তার কথা' অনুষ্ঠান প্রচারের অনুরোধ জানিয়েছেন। এখন কিন্তু আমাদের সব অনুষ্ঠানেই শ্রোতাদের সঙ্গে যোগাযোগের অংশ রয়েছে। আশা করি, আপনারা অন্য অনুষ্ঠানেও নিজেদের মতামত দেবেন এবং প্রশ্নের জবাব শুনতে পারবেন।
আ: সাতক্ষীরা জেলার পরিমল কুমার বাছাড় তাঁর চিঠিতে লিখেছেন, ....(৪)
মু: বন্ধু বাছাড়, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনার সুস্থ ও সুখী জীবন কামনা করছি। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো বেশি গঠনমূলক মতামত পেতে চাই।
আ: ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার নিউ হরাইজন রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক রবিশংকর বসু তাঁর চিঠিতে লিখেছেন, ---(৫)
মু: বন্ধু রবিশংকর বসু, আপনি সক্রিয়ভাবে আমাদের জরীপে অংশ নেয়ায় ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থনে আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করতে পারবো বোলে আশা করি।
আ: বর্ধমান জেলার শাহি দুল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, ....(৬)
মু: শাহি দুল্লাহও আমাদের একজন পুরনো বন্ধু। তিনি নিয়মিত আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়ে থাকেন। আমরা সব জায়গার শ্রোতাদেরই গুরুত্ব দিয়ে থাকি। আমরা আপনাকেও শ্রোতাতালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি।
আ: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন বাংলাদেশের চাপাঁইনবাবগঞ্জ জেলার এম,ফাহিম শাহরিয়ার (M. Fahim Shahriar)। তিনি তার ইমেলে লিখেছেন: আমি সিআরআই'র একজন নতুন শ্রোতা। আমি আপনাদের অনুষ্ঠানসূচি চাই। দয়া করে পাঠাবেন।
মু: বন্ধু এম,ফাহিম শাহরিয়ার, আমরা আপনাকে আমাদের শ্রোতাতালিকায় অন্তর্ভুক্ত করে নিচ্ছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন।
আ: আচ্ছা, বন্ধুরা, এতোক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো।
মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের প্রশ্ন বা মতামত তথ্য পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে ও একই সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। --মুক্তা/আলিম