Web bengali.cri.cn   
মার্কিন চলচ্চিত্রে ইসলাম ধর্মকে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সম্পর্কে চীনের বক্তব্য
  2012-09-16 19:08:55  cri
    সেপ্টেম্বর ১৬: চীন ইসলাম ধর্মের কুত্সা করা বা মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভূতিতে আঘাত করার মতো যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই শনিবার রাতে সাংবাদিকদের সামনে চীনের এ-অবস্থানের কথা তুলে ধরেন।

    এক সংবাদদাতা তাকে প্রশ্ন করেন, "মার্কিন চলচ্চিত্রে ইসলাম ধর্মের কুত্সা করার বিরুদ্ধে এখনো বিক্ষোভ চলছে। কয়েকটি দেশে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে এবং তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এ-ব্যাপারে চীনের মন্তব্য কী।"

    জবাবে মুখপাত্র বলেন, "চীন সবসময় বিভিন্ন সভ্যতা ও ধর্মের মধ্যে সংলাপ ও বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের নীতিকে সমর্থন করে। আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলো 'ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক কনভেনশন' অনুসারে কূটনীতিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে।" (ইয়ু)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক