Web bengali.cri.cn   
চীন বিশ্বের বৃহত্তম স্মার্ট মোবাইলের বাজারে পরিণত হবে
  2012-09-06 18:56:51  cri

 

সম্প্রতি বাজার গবেষণা সংস্থা IDC 'র এক রিপোর্ট থেকে জানা গেছে, চলতি বছরে বিশ্বের স্মার্ট মোবাইলের ২৬.৫ শতাংশ ব্যবহারের মাধ্যমে চীন স্মার্ট মোবাইলের বৃহত্তম বাজারে পরিণত হবে।

আইডিসির রিপোর্ট অনুযায়ী, গত বছর চীনে ব্যবহৃত স্মার্ট মোবাইলের সংখ্যা ছিল বিশ্বের ১৮.৩ শতাংশ। চলতি বছর এ-সংখ্যা বেড়ে ২৬.৫ শতাংশে দাঁড়াবে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ব্যবহারের হার ২১.৩ শতাংশ থেকে কমে ১৭.৮ শতাংশে দাঁড়াবে।

স্মার্ট মোবাইল উত্পাদনকারীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের এ্যাড্রিইড মোবাইলের ব্যবহার বাড়বে। চীনের বাজারে স্মার্ট মোবাইলের বিক্রির পরিমাণ বাড়ার জন্য এটিও একটি কারণ বলে আইডিসি অনুমান করছে। এ ছাড়া, বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য চীনের মোবাইল ব্যবসায়ীরা উল্লেখ্যযোগ্য হারে ডিসকাউন্ট দেবে বলেও ধারণা করা হচ্ছে। ব্র্যান্ড কোম্পানিগুলোর মধ্যে স্যামসাং হচ্ছে বিশ্বের বৃহত্তম মোবাইল উত্পাদনকারী প্রতিষ্ঠান। চীনের বাজারেও এ-ব্র্যান্ড প্রথম স্থানে থাকবে। তারপর আসবে হুয়াওয়ে, চুংসিং ও লেনোভোসহ চীনের নিজস্ব মোবাইল উত্পাদনকারী কোম্পানিগুলোর পণ্য।

আইডিসি জানায়, বৃটেন, ভারত ও ব্রাজিল এ ক্ষেত্রে যথাক্রমে তিন থেকে পাঁচ নম্বর অবস্থানে থাকবে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন। অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে এ-দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। চাই চিয়ান। -রুবি/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক