v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-02 15:13:22    
একটেল প্রিপেইড গ্রাহকদের জন্য "ই-ফিল"

cri
    দেশের অন্যতম মোবাইল কোম্পানি একটেল তাদের প্রি-পেইড গ্রাহকদের সুবিধার্থে একাউন্ট করার নতুন পদ্ধতি চালু করেছে। "ই-ফিল" নামের এই ইলেক্ট্রনিক্স সুবিধা বাংলাদেশে প্রথমবারের মতো উদ্বোধন করেছে কোম্পানিটি।

    নাসির বিন বাহারোম জানান, একটেল সব সময় গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন অফার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটেল এই নতুন সুবিধা চালু করছে। তিনি বলেন, নতুন প্রবর্তিত এই ব্যবস্থায় এর গ্রাহকরা কোনও স্ক্র্যাচ কার্ড ব্যবহার না করে তাদের নিকটবর্তী একটেল আউটলেট থেকে এস এম এস'র মাধ্যমে তাদের প্রি-পেইড একাউন্ট রিচার্জ করতে পারবেন। এ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা সর্বনম্ন ৫০ টাকা থেকে শুরু করে একশ' টাকা, দেড়শ' টাকা, দু'শ' টাকা, ২শ' ৫০ টাকা, ৩'শ' টাকা এবং ৬শ' টাকায় একউন্ট রিচার্জ করতে পারবেন।৫০ টাকার ই-ফিল মেয়াদ ৫ দিন রাখা হয়েছে।

    ই-ফিলের ব্যবহার প্রসংগে তিনি আরও বলেন, হরতাল, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে স্ক্র্যাচ কার্ডের সংকট দেখা দিতে পারে। ই-ফিল চালু হলে এ ধরনের প্রতিকূল অবস্থায় গ্রাহকরা সহজে একাউন্ট রিচার্জ করতে পারবেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির বিন বাহারোম বলেন, এ বছর আমাদের আরও ২০ লাখ নতুন গ্রাহক করার টার্গেট আছে। এ জন্য টেলিযোগাযোগ খাতে একটেল আগামী দু'বছরে তশ' মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যে চলতি বছরে ১শ' ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। তিনি জানান, ৩শ' খানায় একটেলের নেটওয়ার্ক আছে। এ বছর সারা দেশে নেটওয়ার্ক বিস্তৃত করা হবে। (দৈনিক আজকের কাগজ)