Web bengali.cri.cn   

চীনের শহরতালিকা-২০১২-এর পুরস্কার প্রদান ১২ ডিসেম্বর

2012-12-06 16:38:50    cri      
ডিসেম্বর ৬: চীন আন্তর্জাতিক বেতার আয়োজিত 'সবচেয়ে উদ্ভাবনশীল শহর' শীর্ষক চীনের শহরতালিকা-২০১২-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং চীনের উদ্ভাবনশীল শহর বিষয়ক সম্মেলন ১২ ডিসেম্বর পেইচিংয়ে আয়োজিত হবে।

চীনের রাষ্ট্রীয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় পর্যটন ব্যুরোর নেতা ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া অংশগ্রহণকারী শহরের সংশ্লিষ্ট কর্মকর্তা, চীনে বিভিন্ন দেশের দুতাবাস ও সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

গত জুন মাসে চীনের শহরতালিকা-২০১২ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমরা সারা বিশ্বের মোট ১৭ লাখ ২০ হাজার ভোট পেয়েছি। এর মধ্যে ৯৫ শতাংশই হলো বিদেশি নাগরিকদের ভোট। এ কার্যক্রমের মধ্য দিয়ে শেনচেন, ছেংতু, পেইচিং, শাংহাই, কুয়াংচৌ, সুচৌ, উসি, পুআর, ইনছুয়ান ও জিউচিয়াং - এ দশটি শহর 'চীনের সবচেয়ে উদ্ভাবনশীল শহর'-এর খেতাব অর্জন করেছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে এর আগে রাশিয়া, ভারত, তুরস্ক, পোল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ফিনল্যান্ডের ৭জন এবং চীনের ১১জন সাংবাদিক শেনচেন ও ছেংতু শহর ভ্রমণ করেন।

এ দশটি শহরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের পণ্ডিত ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি সম্মেলন আয়োজিত হবে। (ছাই/এসআর)

অন্য ভাষা
যোগাযোগ পদ্ধতি
v 010-68891434
v http://weibo.com/chengshibang
v chinesecity@cri.cn
সাহায্যদানকারী পক্ষ
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040