Web bengali.cri.cn   

পরিচয়

2012-05-04 16:00:46    cri     蔡玥   
২০১০ সাল থেকে চীনের শহর তালিকা নির্বাচন শুরু হয়। এ পর্যন্ত সাফল্যের সঙ্গে চীনের পর্যটনে বিখ্যাত শহর আর সাংস্কৃতিক বিখ্যাত শহর নির্বাচিত হয়েছে। এখন 'চীনের শহর তালিকা ---সারা বিশ্বের নেট-নাগরিকদের নির্বাচিত শহর' এর প্রভাব বিশ্বের পাঁচটি মহাদেশের প্রায় এক'শ দেশে ছড়িয়ে পড়েছে।

২০১১ সালে চীনের কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার পর্যন্ত সাংস্কৃতিক সৃজনশীল শিল্প উন্নয়নের ওপর ভূমিকা জোরদার করেছে। সাংস্কৃতিক উদ্ভাবনের উত্সাহ দেয়ার পাশাপাশি সাংস্কৃতিক শিল্প আর সংশ্লিষ্ট শিল্পের দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে নিয়েছে। এমন পরিপ্রেক্ষিতে চীন আর বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময় ও আদান-প্রদান বাড়ানো, বিশ্বের কাছে চীনের নানা শহরের বৈশিষ্ট্যপূর্ণ মোহিনীশক্তি প্রদর্শন করা, চীনের শহর সাংস্কৃতিক ব্র্যান্ড সৃষ্টি করার জন্য চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইন ওয়েবসাইট ৭ মে থেকে '২০১২ চীনের শহর তালিকা --- সারা বিশ্বের নেট-নাগরিকদের নির্বাচিত চীনের সৃজনশীল নামকরা শহর' কর্মসূচির আয়োজন করে।

সৃজনশীলতা হচ্ছে একটি শহর প্রাণবন্ত হওয়ার প্রতীক। চীনের শহর তালিকা'র আয়োজক পক্ষ প্রভাবশালী বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং আন্তর্জাতিক মানদণ্ড জানার ভিত্তিতে প্রার্থী শহরগুলোর মৌলিক যোগ্যতা নির্ধারণ করেছে। তা হচ্ছে বিশেষ সৃজনশীল পরিচয় পত্র, জনগণের সুবিধাজনক সৃজনশীল সেবা দান, উত্সাহব্যঞ্জক সৃজনশীল শিল্পের আনন্দময় জীবনযাপন।

১০ মে চীনের শহর তালিকা'র সাংগঠনিক কমিটি ২০টি প্রার্থী শহরের নাম প্রকাশ করবে এবং সিআরআই'র ২৭টি ভাষার ওয়েবসাইটে ভোটদান ব্যবস্থা চালু করবে। ৩১ জুলাই দেশি-বিদেশি নেট-নাগরিকদের মন্তব্য ও ভোটদানের ফলাফল অনুসারে চীনের দশটি সেরা সৃজনশীল বিখ্যাত শহরের নাম নির্ণয় করবে।

বন্ধুরা, এখন শুনুন প্রার্থী শহরগুলোর সংক্ষিপ্ত পরিচয়। আশা করি, সব শহরের পরিচয় শোনার পর আপনারা আমাদের ওয়েবসাইট খুলে নিজের পছন্দের শহরগুলোকে ভোট দেবেন।

অন্য ভাষা
যোগাযোগ পদ্ধতি
v 010-68891434
v http://weibo.com/chengshibang
v chinesecity@cri.cn
সাহায্যদানকারী পক্ষ
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040