Web bengali.cri.cn   

হাশিমের চোখে হাংচৌ

2012-05-07 10:39:14    cri     蔡玥   
উপরে নয়, স্বর্গ দেখেছি নিচে

উপরে আছে স্বর্গ, আর নিচে সুচৌ ও হাংচৌ- এমন কথা আমি হাংচৌ আসার আগে শুনেছিলাম। দু'হাজার ২০০ বছরের প্র্রাচীন ঐতিহ্যের শহর হাংচৌর সৌন্দর্যের কথা বোঝাতে বাক্যটি ব্যবহার করা হয়। তবে, প্রথমে বাক্যটি শুনে আমার মনে হয়েছিল, একটু বেশি বলা হয়েছে। কিন্তু সবুজে ঘেরা হাংচৌ শহর আর তার বুকে পাহাড় ঘেরা অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি পশ্চিম হ্রদ দেখে আমি বুঝতে পেরেছি একটুও বেশি বলা হয়নি। ইতালির বিশ্ববিখ্যাত পর্যটক মার্কো পোলো কেন হাংচৌকে পৃথিবীতে স্বর্গের শহর বলেছিলেন- তা আমি বুঝেছি হাংচৌ সফর করে। আমি তো উপরে স্বর্গ দেখিনি, আমি স্বর্গ দেখেছি নিচে- আর সেই স্বর্গের নাম হাংচৌ!

দু'দিনের সফরে আমি হাংচৌর বেশ কয়েকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ পেয়েছি। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পশ্চিম হ্রদ, লেইফোং প্যাগোডা, লিংইয়িন বৌদ্ধ মন্দির, ছিংহোফাং স্ট্রিট, পশ্চিম হ্রদের যাদুঘর।

এসব দর্শনীয় স্থানের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে পশ্চিম হ্রদ। তিন দিকে পাহাড় আর একদিকে আধুনিক হাংচৌ শহরের আকাশ ছোঁয়া অট্টালিকা- দেখে মনে হয় যেন পাহাড় তার বুকের মধ্যে ভালোবেসে ধরে রেখেছে পশ্চিম হ্রদকে। আর পশ্চিম হ্রদও ভালোবেসে পাহাড়ের গা ধুয়ে দিচ্ছে। পশ্চিম হ্রদের টলটলে জলে নৌবিহার করে আমি মুগ্ধ হয়েছি।

দর্শনীয় স্থানগুলো ছাড়া হাংচৌর যে বিষয় আমার বেশি ভালো লেগেছে তা হলো এ শহর অনেক বেশি গাছপালা ঘেরা। আমি ইউরোপ ও এশিয়ার অনেক শহর দেখেছি, তবে হাংচৌর মতো এত বেশি গাছপালা কোথাও দেখিনি। হাংচৌ বিমান বন্দর থেকে শহরে যাবার পথে আমি দেখেছি অনেক ধনী কৃষকের সুন্দর বহুতল বাড়ি ও বাড়ির সামনে বড় বাগান। চীন যে শিল্প-কারখানার পাশাপাশি কৃষিতেও বিপ্লব করেছে হাংচৌর স্বচ্ছল কৃষকদের দেখলে তা বোঝা যায়।

আমি আমার সফরসঙ্গী বন্ধু প্রকাশের কাছে জানতে পেরেছি গ্রীষ্মকাল ও বসন্তকালে হাংচৌ আর পশ্চিম হ্রদ আরো বেশি সুন্দর হয়। কিন্তু আমি তো শীতকালের রূপ দেখেই হাংচৌকে ভালোবেসে ফেলেছি। সুযোগ পেলে আমি অবশ্যই কোনো এক বসন্তে সুন্দরী হাংচৌকে দেখতে আবার আসবো। ওয়া আই নি হাংচৌ!

মাহমুদ হাশিম

বাংলাদেশ প্রতিনিধি

বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার।

অন্য ভাষা
যোগাযোগ পদ্ধতি
v 010-68891434
v http://weibo.com/chengshibang
v chinesecity@cri.cn
সাহায্যদানকারী পক্ষ
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040