কোটে ডি-ভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ১৪ তারিখে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা শিগ্গীরই বিভিন্ন দলকে নিরস্ত্র করার সমস্যা নিয়ে আলোচনা করবেন।
কোটে ডি-ভার প্রধানমন্ত্রী ডিয়ার্রা ,সরকারী সেনাবাহিনী , সাবেক সরকার বিরোধী সশস্ত্র দলের প্রতিনিধি, দক্ষিণ আফ্রিকার মধ্যস্থতাকারী ,কোটে ডি-ভাস্থ জাতি সংঘের কর্মগ্রুপ এবং ফ্রান্সের সেনাবাহিনীর প্রতিনিধিরা একইদিনে মধ্য কোটে ডি-ভার বৌয়াকেয় এক বৈঠকে কোটে ডি-ভার বিভিন্ন দলকে নিরস্ত্র করার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, চলতি সপ্তাহান্তে এই সমস্যা নিয়ে আবার পরামর্শ করা হবে। তখন নিরস্ত্রকরনের সময়সূচী প্রণয়ন করা হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়েছে।
৬ তারিখে কোটে ডি-ভার বিভিন্ন দল দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রেটোরিয়ায় একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে , অবিলম্বে গৃহযুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন দলকে নিরস্ত্র করার প্রশ্নে মতৈক্যে পৌঁছেছে।
|