মিসরের পর্যটন মন্ত্রী আল মাগরাবি ১৩ তারিখে কায়রোতে বলেছেন, সম্প্রতি পুরনো কায়রোয় বোমা বিস্ফোরণ মিসরের পর্যটন শিল্পের উপর বড় রকমের প্রভাব ফেলে নি।
তিনি বলেছেন, বিস্ফোরণ ঘটনার পরে কোনো বিদেশী পর্যটক হোটেল-বোকিং বাতিল করেননি।তিনি জোর দিয়ে বলেছেন, মিসর সরকার বরাবরই মিসরে বিদেশী পর্যটকদের নিরাপত্তাকে খুবই গুরুত্ব দেয়।
|