মার্কিন প্রেসিডেন্ট বুশ ১২ তারিখে টেক্সাস রাজ্যের ফোর্ট হুদ সামরিক ঘাঁটিতে বলেছেন, ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ইরাকের যে সৈন্যও পুলিশদের প্রশিক্ষণ দিয়েছে তাদের সংখ্যা ইরাকে মোতায়েন মার্কিন সৈন্য সংখ্যা ছাড়িয়ে গেছে ।
বুশ বলেছেন, মার্কিন বাহিনী ১.৫ লক্ষ ইরাকী সৈন্যও পুলিশকে প্রশিক্ষণ দিয়েছে। তারা ইরাকের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
একইদিনে, প্রকাশিত ইরাকের অস্থায়ী সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরাকের নিরাপত্তা বাহিনী একটি তল্লাশ- অভিয়ানে সাদ্দাম হোসেনের শাসনামলে বাগদাদের সামরিক বিভাগের উচ্চ-পদস্থ কর্মকর্তা আল মাশাতানিকে গ্রেফতার করেছে।
অন্য খবরে জানা গেছে, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী স্জমাজ্দজিনস্কি বলেছেন, পোল্যান্ড সরকার আগামী বছরের প্রথম দিকে ইরাক থেকে সকল সৈন্য প্রত্যাহার করবে।
|