মিসরের পররাষ্টমন্ত্রী গেয়ট ১০ তারিখে কায়রোতে বলেছেন, চলতি মাসের ২০ তারিখে মিসরের লোহিত সাগরের শার্ম শেয়কে সুদানের তারফুর সমস্যা উপর আফ্রিকার ছয়টি দেশের পরিকল্পি শীর্ষ সম্মেলন স্থগিত রাখা হয়েছে।
গেয়ট একইদিনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ছ'শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী দেশের সঙ্গে আলোচনার পর সম্মেলনটির সময় স্থির করা হবে।
চলতি মাসের ৩ তারিখে কেয়ট বলেছেন, সুদান,মিসর, লিবিয়া,নাইজেরিয় এবং চাদ এই ৫টি আফ্রিকান দেশ চলতি মাসের ২০ তারিখে শার্ম শেয়কে সুদানের তারফুর সমস্যা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে অংশ নেবে। তারপর আমন্ত্রণে গ্যাবোনও সম্মেলনের অংশ নেবে।
জানা গেছে, এবারকার শীর্ষ সম্মেলনে তারফুর সংকটের আরো অবনতি রোধের পথ নিয়ে আলোচনা করা হবে এবং আফ্রিকান ইউনিয়নের কাঠামোতে সুদানের বিভিন্ন পক্ষে গ্রহনীয় একটি সমাধান পদ্ধতি খোঁজা হবে।
|