কোটে ডিভার প্রধানমন্ত্রী সেইদৌ দিয়ারা ৭ তারিখে আন্তর্জাতিক সমাজের প্রতি যুদ্ধোত্তর কোটে ডিভার পুনর্গঠনে সাহায্য করার আহ্বান জানিয়েছেন ।
দিয়ারা বলেছেন , কোটে ডিভার বিভিন্ন পক্ষ সম্প্রতি "প্রেটোরিয়া চুক্তি" স্বাক্ষর করেছে , এবং গৃহযুদ্ধ শেষ করা ও জাতীয় ঐক্যজোট গঠনে একমত হয়েছে । তা কোটে ডিভা ও আন্তর্জাতিক সমাজের অর্থনৈতিক যোগাযোগ আবার শুরু করার জন্য সহায়ক । দিয়ারা বলেছেন , কোটে ডিভা সরকার আশা করে ,আন্তর্জাতিক সমাজ আবার কোটে ডিভায় পুঁজি বিনিয়োগ করতে শুরু করবে , এবং তার যুদ্ধোত্তর পুণর্গঠন কাজে সাহায্য করবে ।
একইদিন , আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলফা ওমার কোনারে তাঁর বিবৃতিতে কোটে ডিভার বিভিন্ন পক্ষ যে প্রেটোরিয়া চুক্তি স্বাক্ষর করেছে , তার জন্য স্বাগত জানিয়েছেন , এবং সংঘর্ষ জড়িত কোটে ডিভার বিভিন্ন পক্ষকে সযত্নে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে তাগিদ দিয়েছেন । কোনারে জোর দিয়ে বলেছেন , আফ্রিকা ইউনিয়ন অব্যাহতভাবে কোটে ডিভার সংঘর্ষের বিভিন্ন পক্ষকে সাহায্য দেবে এবং আন্তর্জাতিক সমাজের প্রতি কোটে ডিভার শান্তি চুক্তির বাস্তবায়ন ও পুনর্গঠন সাহায্য দেয়ার আহ্বান জানাবে ।
|