জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ৬ তারিখে বলেছেন, তিনি ইরাকের অন্তর্বতিকালীন জাতীয় সংসদে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট এবং দুই ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। ইরাকের শান্তি ও গণতন্ত্রের প্রক্রিয়ায় জাতি সংঘের অব্যাহত সমর্থনের কথা তিনি আরেক বার ঘোষণা করেছেন।
আন্নান বলেছেন, জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ১৫৪৬ নম্বর প্রস্তাব অনুযায়ী ইরাকের সংবিধান প্রণয়ন এবং ইরাকের পুনর্গঠনে সাহায্য দেবে।তিনি আশা করেন, ইরাকের নতুন নেতারা ঐক্যবদ্ধ হয়ে মিলিত সহযোগিতার মাধ্যমে ইরাকের শান্তি আর গণতন্ত্রের প্রক্রিয়া ত্বরান্বিত করবেন।
অন্য খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট বুশ ৬ তারিখে বলেছেন, যে ইরাকের অন্তর্বতিকালীন জাতীয় সংসদে নতুন প্রেসিডেন্ট ও দুই ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ইরাকের গণতন্ত্রায়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
|