রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ৫ তারিখে দক্ষিণ রাশিয়ার সোছিতে সফররত ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি আর নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান হাভিয়ের সোলানার সঙ্গে সাক্ষাত্ করেছেন। পুটিন বলেছেন, বর্তমানে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে।
পুটিন বলেছেন, রাশিয়া ও ইউরোপ অধিকতর হারে নতুন অভিন্ন ক্ষেত্র খুঁজতেপারে। তিনি দু'পক্ষ মিলিত প্রচেষ্টা চালিয়ে আঞ্চলিক সংঘাত সমাধান করতে পারে বলে সন্তোষ প্রকাশ করেছেন।
সোলানা বিশ্বাস প্রকাশ করেছেন যে, ১০ই মে মাসে মস্কোয় অনুষ্ঠিতব্য রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে দু'পক্ষের সম্পর্কের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
একইদিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ মস্কোয় সোলানার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে লাভরোভ বলেছেন, রাশিয়া আশা করে, দু'পক্ষের শীর্ষ সম্মেলন সাফল্যমন্ডিত হবে।
সোলানা ৪ তারিখে মস্কোয় পৌঁছে রাশিয়া সফর শুরু করেছেন।
|