|
 |
(GMT+08:00)
2005-04-06 16:25:57
|
ইরাকের অন্তর্বতিকালীন জাতীয় সংসদে প্রেসিডেন্ট কমিটি নির্বাচিত
cri
ইরাকের অন্তর্বতিকালীন জাতীয় সংসদ ৬ তারিখে উত্তর ইরাকের কুর্দী নেতা জালাল তালাবানিকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে।একই সময়ে বর্তমান অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী আবদুল মাহদি প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বর্তমান প্রেসিডেন্ট ইয়াওয়ার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই তিনজন নেতাকে নিয়ে ইরাকের প্রেসিডেন্ট কমিটি গঠিত হয়েছে।
|
|
|