দক্ষিণ আফ্রিকার উন্নয়ন কমিউনিটি পর্যবেক্ষণ দলের পরিচালক ফুমজিলে মলামবো এনগকুকা ৩ এপ্রিল বলেছেন, এই পর্যবেক্ষণ দল মনে করে যে, জিম্বাবোয়ে গত ৩১ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জিম্বাবোয়ের জনগণের ইচ্ছাশক্তি প্রতিফলিত হয়েছে।
তিনি একইদিন আরও বলেছেন, যথাযথ প্রমান না পাওয়ায় জিম্বাবোয়ের বিরোধী দল উত্থাপিত কিছু নিবাচনী এলাকায় বেআইনী তত্পরতা সংগঠিত হয়েছে এমন কথা ঠিক নয়। জিম্বাবোয়ের নির্বাচন কমিটি ২ এপ্রিল অবশেষে পরিসংখ্যান প্রকাশ করেছে যে, আফ্রিকান জাতীয় ইউনিয়ন নির্বাচনে জয়ী হয়েছে।কিন্তু বিরোধী দল এই ফলাফল গ্রহণ করেনি।
|