মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারাক ২ এপ্রিল মিশরের শারাম আল-শেয়গে সফররত জাতি সংঘের বিশেষ দূত লার্সেনের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ লেবানন থেকে সিরিয় সৈন্য প্রত্যাহার এবং লেবানন পরিস্থিতি বিষয়ে আলোচনা করেছে।
লার্সেন সাক্ষাত্কার শেষে বলেছেন, তাঁর এবারের মধ্য-প্রাচ্য সফরের প্রধান লক্ষ্য হলো সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি বোমা বিস্ফোরণে নিহত হওয়ার তদন্ত নিয়ে আলোচনা।তিনি বলেছেন, যদিও জাতি সংঘ গত সপ্তাহে বোমা বিস্ফোরণে হারিরি নিহত হওয়া তদন্তের রিপোর্ট একটি আন্তর্জাতিক তদন্ত সংস্থা প্রকাশ করেছে। কিন্তু জাতি সংঘ নিরাপত্তা পরিষদ এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
লার্সেন মিসর সফর শেষে, জর্ডান ,সিরিয়া এবং লেবাননও সফর করবেন।
|