ফ্রান্স ,জার্মানী ও ব্রিটেন ইরানের সঙ্গে ২৩ তারিখে প্যারিসে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করেছে।দু'পক্ষ এক দিনের পরামর্শ করে ইরানের নিরাপত্তা প্রভৃতি প্রধান সমস্যা নিয়ে মতৈক্য অর্জন করেনি এবং শিগ্গীরই আবার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের প্রতিনিধি নাসেরি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, ইরান আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের কাছে বাণিজ্য,প্রযুক্তি,নিরাপত্তা ইত্যাদি ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়ার দাবি জানিয়েছে। কিন্তু সন্তোষজনক উত্তর পায় নি।তিনি বলেছেন, দু'পক্ষ সংশ্লিষ্ট বিষয়ে নিজের নিজের দৃষ্টিভঙ্গীতে অটল রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহে আবার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
তাছাড়া, ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাট্টেই একইদিনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারকার আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক।
|