চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী চাং ছি ইয়ু ২ তারিখে পেইচিংয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন, তিনি আশা করেন, জাপান চীন-জাপান সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে দায়িত্বশীল মনোভাব নিয়ে চীনকে দেয়া জাপানের ঋণ সম্পর্কে যথেচ্ছ মন্তব্য প্রকাশ থেকে বিরত থাকবে।
সম্প্রতি জাপানে চীনকে ঋণ দান বন্ধ করা নিয়ে আলোচনা অব্যাহতভাবে চলেছে। চাং ছি ইয়ু এ সম্পর্কে বলেছেন, চীন পক্ষ মনে করে, চীনের প্রতি জাপানের দেয়া ঋণ হলো একটি বিশেষ ধরণের রাজনৈতিক ও ঐতিহাসিক পরিস্থিতিতে পারস্পরিক পুঁজি সুবিধা আদান-প্রদানের সহযোগিতা। জাপানে চলমান এ আলোচনাটি শুধু চীন-জাপান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
চাং ছি ইয়ু জোর দিয়ে বলেছেন, নিজের শক্তি-সামর্থ্য দিয়ে অর্থনৈতিক গঠন কাজ ভালোভাবে পরিচালনার সামর্থ্য চীনের আছে। সংগে সংগে চীন সমতা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে অন্য দেশের সংগে সহযোগিতা চালাতেও ইচ্ছুক।
|